গলগল করে বেরোচ্ছে রক্ত, সহপাঠীদের আক্রমণে ক্লাসরুমেই শেষ দ্বাদশ শ্রেণির পড়ুয়া, হাড়হিম কাণ্ড যোগীরাজ্যের স্কুলে ...
আজকাল | ১১ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: স্কুলের মধ্যে নৃশংস হত্যাকাণ্ড। রক্তস্রোতে ভাসল ক্লাসরুম। দ্বাদশ শ্রেণির এক পড়ুয়াকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তার এক সহপাঠীর বিরুদ্ধে। দুই সহপাঠীর মধ্যে কোনও একটি বিষয়ে সামান্য ঝামেলা হয়েছিল। আচমকাই ওই পড়ুয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শেষ করে তার সহপাঠী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি একটি বেসরকারি স্কুলে ঘটেছে। মৃত পড়ুয়া ইন্দিরা গান্ধী ইন্টার কলেজে পড়ত। গতকাল স্কুলের মধ্যে দুই সহপাঠীর মধ্যে বচসা চলছিল। বাকিরা তাদের থামানোর চেষ্টা করলেও, সফল হয়নি। আচমকাই ঝামেলা চরম পর্যায়ে পৌঁছয়।
রাগের মাথায় সেই মুহূর্তে ব্যাগ থেকে ধারালো ছুরি বের করে ওই পড়ুয়ার দিকে তেড়ে আসে তার সহপাঠী। সকলের চোখের সামনে একাধিকবার ছুরি দিয়ে কোপ বসায়। রক্তাক্ত অবস্থায় ক্লাসরুমে লুটিয়ে পড়ে ওই পড়ুয়া। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার পরেই মূল অভিযুক্ত পড়ুয়া তড়িঘড়ি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ইতিমধ্যেই একজন পড়ুয়াকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। আরেক অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান চলছে। মৃত পড়ুয়ার পরিবার জানিয়েছে, গত কয়েকদিন ধরেই অস্থির ছিল সে। সহপাঠীরা কোনও একটি বিষয়ে তাকে হুমকিও দিয়েছিল। এই ঘটনায় অনেকেই জড়িত রয়েছে বলে অনুমান তাঁদের।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ফরেন্সিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে সহপাঠীদের সঙ্গে পড়ুয়ার ঝামেলা হয়েছিল, খুনের পরিকল্পনা আগে থেকেই ছিল কি না, খুনের নেপথ্যে কী কারণ, সবটাই খতিয়ে দেখছে তারা।
প্রসঙ্গত, গত মে মাসেই উত্তরপ্রদেশে এমন এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছিল স্কুল প্রাঙ্গণে। মন কষাকষি হয়েছিল দুই সহপাঠীর মধ্যে। কথা বলাও বন্ধ করে দেয় একজন। এর জেরেই অধৈর্য হয়ে পড়ে অন্য কিশোর। সহপাঠী আগের মতো রোজ কথা না বলায়, অস্থির হয়ে ওঠে সে। শেষমেশ রাগের মাথায় ১৭ বছরের কিশোরীকে কুপিয়ে খুন করে দ্বাদশ শ্রেণির পড়ুয়া।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ধর জেলায়। পুলিশ জানিয়েছে, কথা না বলায় ১৭ বছরের কিশোরীকে কুপিয়ে খুন করার অভিযোগ রয়েছে এক দ্বাদশ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, মৃত কিশোরীর সহপাঠীরা জানিয়েছে, দুই সহপাঠীর মধ্যে দিন কয়েক আগে ঝামেলা হয়েছিল। ওই কিশোরী জানিয়েছিল, সহপাঠী তাকে উত্যক্ত করছে। সেই কারণেই কথা বলা বন্ধ করে দেয় সে। কিন্তু সহপাঠীর এই ব্যবহারে মনক্ষুন্ন হয় কিশোরের। এমনকী কথা বলার জন্য অস্থির হয়ে ওঠে।
অভিযুক্ত কিশোর পুলিশি জেরায় জানিয়েছে, রবিবার ওই চাষের জমির কাছে কিশোরীকে ডেকে পাঠায়। কথা কাটাকাটির পর ধারালো অস্ত্র দিয়ে কিশোরীকে কুপিয়ে খুন করে। রক্তাক্ত অবস্থায় সে লুটিয়ে পড়তেই পালিয়ে যায়। সেই জমি থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করবে তারা।