• ভোটের আগেই বিহারে খুন লালুর দলের নেতা, আরজেডি নেতাকে গুলি করে পালাল দুষ্কৃতীরা...
    আজকাল | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটের আগে বিহারে খুন লালুপ্রসাদ যাদবের দলের নেতা। বুধবার রাতে পাটনায় আরজেডি নেতা রাজকুমার রাই ওরফে আল্লাহ রাইকে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী গুলি করে হত্যা করে বলে অভিযোগ।

    ঘটনাটি ঘটেছে চিত্রগুপ্ত এলাকার মুন্নাচকে। আর ঠিক মাসখানেক পরেই বিহারে ভোট। তার আগে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, রাঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে রাইয়ের ভোটে লড়ার কথা ছিল।

    গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত বিবাদের জেরে এই খুন। জানা গেছে, জমি সংক্রান্ত কারবার ছিল রাইয়ের। এদিকে, গুলিবিদ্ধ হওয়ার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আরজেডি নেতাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    ঘটনাস্থল থেকে গুলির ছটা খোল উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অভিযুক্তরা গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে পালায়। ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে ধরার চেষ্টা করছে পুলিশ। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে যাবতীয় প্রমাণ সংগ্রহ করেছে। এখন অপরাধীদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। 

    এদিকে, ভোটমুখী বিহারে এখন প্রকল্পের ছড়াছড়ি। দু’‌দিন আগেই রেলপ্রকল্পে অর্থ বরাদ্দে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভাগলপুর–দুমকা–রামপুরহাট রেলপথে ‘ডবল লাইন’–এর কাজের অর্থ বরাদ্দে অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে এই পথে একটিই রেল লাইন (সিঙ্গল লাইন) রয়েছে। এই রেলপথ সম্প্রসারিত করে ‘ডবল লাইন’–এ রূপান্তরিত করার কাজ চলছে। বিহারের পাশাপাশি এই প্রকল্পের সুবিধা পাবে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডও।

    মোট ১৭৭ কিলোমিটার রেলপথে ‘ডবল লাইন’–এর কাজ হবে। এর মধ্যে প্রায় ৪৭ কিলোমিটার রেলপথ রয়েছে পশ্চিমবঙ্গে। এই কাজের জন্য ৩,১৬৯ কোটি টাকা বরাদ্দে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি বৈঠকে বসেছিল। ওই বৈঠকেই ভাগলপুর–দুমকা–রামপুরহাট রেলপ্রকল্পের কাজে অনুমোদন দেওয়া হয়েছে। বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গকে যুক্ত করে এই রেলপথ।

    প্রসঙ্গত, সামনেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। আগামী বছর পশ্চিমবঙ্গেও বিধানসভা ভোট রয়েছে। তার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই রেলপ্রকল্পের জন্য অর্থ বরাদ্দে অনুমোদন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ‘‌এই প্রকল্পের জন্য ৩,১৬৯ টাকা বিনিয়োগ হবে। এটি বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গকে সংযুক্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।’‌ এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে গেলে তিন রাজ্য মিলিয়ে প্রায় ৪৪১টি গ্রামের ২৮ লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবেন বলে দাবি কেন্দ্রের।

    রেলমন্ত্রীর বক্তব্য ছিল, বর্তমানে ভাগলপুর থেকে বেশির ভাগ ট্রেন মালদহ টাউন এবং রামপুরহাট হয়ে হাওড়ায় যায়। ডবল লাইনের কাজ সম্পূর্ণ হয়ে গেলে অনেক ট্রেন ভাগলপুর থেকে দুমকা যেতে পারবে। তার পরে সেখান থেকে সরাসরি পৌঁছে যেতে পারবে রামপুরহাটে। এ ছাড়া বুধবারের বৈঠকে বক্সার–ভাগলপুর সড়ক পথের ‘হাই স্পিড করিডর’–এর জন্যও অর্থ বরাদ্দে অনুমোদন দিয়েছে কেন্দ্র। চার লেনের ওই সড়কপথে মোকামা থেকে মুঙ্গের পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটারের কাজের জন্য ৪,৪৪৭ কোটি ৩৮ লক্ষ টাকা বরাদ্দে অনুমোদন দেওয়া হয়েছে।

     
  • Link to this news (আজকাল)