নাশকতার চক্রান্তের পর্দা ফাঁস, দিল্লি পুলিশের জালে আরও তিন জঙ্গি
বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর: জঙ্গি বিরোধী অভিযানে বড় সাফল্য দিল্লি পুলিশের। সতর্ক নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ভেস্তে গিয়েছে নাশকতার ছক। দিল্লির পুলিশের জালে ধরা পড়ল আরও তিন জঙ্গি। এর ফলে মোট সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। ধৃতদের থেকে বাজেয়াপ্ত হয়েছে বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম। তাদের সঙ্গে পাক যোগ আছে বলে দাবি তদন্তকারীদের।
সূত্রের খবর, জঙ্গি কার্যকলাপে জড়িত সন্দেহে এর আগেই দু’জনকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশের স্পেশাল সেল। এবার তদন্তকারীদের জালে ধরা পড়ল আরও তিন জন। নির্দিষ্ট খবরের ভিত্তিতে চার থেকে পাঁচটি রাজ্যে একযোগে চলে তল্লাশি অভিযান। জেরা করা হয় অন্তত আটজনকে। তাদের মধ্যে পাঁচজনকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দু’জন গ্রেপ্তার হয়েছে দিল্লি থেকে। বাকিদের মধ্যপ্রদেশ, হায়দরাবাদ ও রাঁচি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই জঙ্গি মডিউলের মূল মাথা বসে পাকিস্তানে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদেশে নাশকতা চালানোর ছক করেছিল সে। আরও জানা গিয়েছে, ভারতে জঙ্গি মডিউল পরিচালনার নেতৃত্বে জনৈক আশরাফ দানিশ। মূলত সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখত। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদেশের তরুণ-তরুণীদের মগজ ধোলাইও চলত। তাদের নিজেদের দলে টানার চেষ্টা করে জঙ্গিরা। এমনকি সাম্প্রদায়িক ঘৃণার বিষ ছড়ানোর জন্য বেশ কয়েকটি অনলাইন গ্রুপও খোলা হয়েছিল। ধৃতদের থেকে আইইডি তৈরির উপকরণ বাজেয়াপ্ত হয়েছে। যা থেকে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, নাশকতার জন্য ছক কষছিল জঙ্গি মডিউলটি।