• ভোটমুখী বিহারে আরজেডি নেতাকে গুলি করে ‘খুন’! প্রশ্নে নীতীশ প্রশাসন
    প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই বিধানসভা নির্বাচন বিহারে। তার আগে ফের রক্ত ঝড়ল বিজেপিশাসিত এই রাজ্যে। বুধবার রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা রাজকুমার রাই ওরফে আল্লাহ রাইকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। এই হত্যাকাণ্ডের পর ফের প্রশ্নের মুখে পড়ে গেল বিহারের আইন শৃঙ্খলা পরিস্থিতি।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারে আসন্ন নির্বাচনে লড়াই করার সম্ভাবনা ছিল রাজকুমারের। বুধবার রাতে মুন্নাচক এলাকায় তাঁর উপর অতর্কিতে হামলা চালায় দুই যুবক। অভিযোগ, গুলিতে ঝাজরা করে দেওয়া হয় তাঁর শরীর। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাজকুমার। এরপরই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁকে উদ্ধার করে নিকটবর্তী এটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজও তদন্তকারীদের হাতে এসেছে। কিন্তু কী কারণে তাঁকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জমি নিয়ে বিবাদের জেরেই এই হ্ত্যাকাণ্ড। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরই গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

    পাটনা পূর্বের পুলিশ সুপার পরিচয় কুমার বলেন, “আমরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছি। ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করেছে ফরেন্সিক দল।”
  • Link to this news (প্রতিদিন)