• বকেয়ার দাবিতে মিলে বিক্ষোভ, ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে ঘেরাও বিজেপির রাজ্য সভাপতি ...
    আজকাল | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হাওড়ার দাসনগরে আরতি কটন মিলস-এর মাঠে 'নরেন্দ্র' কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসে তৃণমূল কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। অবিলম্বে মিলের উৎপাদন চালু করার দাবিতে এবং শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার সকালে আরতি কটন মিলসের গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেতা মনোজ তিওয়ারি। ছিলেন মহেন্দ্র শর্মার মতো অন্যান্য নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেই সময় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসে বিক্ষোভের মুখে পড়েন শমীক।

    তৃণমূলের নেতা ও শ্রমিকরা তাঁর গাড়ি ঘিরে ধরেন। বাধার মুখে পড়ে তিনি গাড়িতেই দীর্ঘক্ষণ বসে থাকেন। পরে দাসনগর থানার পুলিশ এসে তাঁকে টুর্নামেন্টের মাঠে নিয়ে যায়। সেই সময় ব্যাপক ধস্তাধস্তি হয় ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও শেষপর্যন্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন শমীক। 

    মন্ত্রী মনোজ তিওয়ারি বলেন, 'কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে। শ্রমিকদের বকেয়া টাকা আটকে রেখেছে। আমরা এরই প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছি। শ্রমিকদের বিক্ষোভ প্রসঙ্গে শমীক জানান, 'মিল বন্ধ থাকলে শ্রমিকরা বিক্ষোভ দেখাবেই। রাজ্যের বন্ধ মিল কীভাবে খোলা যায় তা নিয়ে কথা বলব। পাশাপাশি রাজ্যেরও উদ্যোগী হয়ে বন্ধ কলকারখানা খোলার বিষয় দেখা উচিত।'  

     ফুটবল টুর্নামেন্ট প্রসঙ্গে তাঁর বক্তব্য, সব মনীষীদের নামেই খেলা হোক। অসুবিধা নেই। কিন্তু তাঁদের ছবি যেন আগুনে পোড়ানো না হয়। 

    এদিন বিজেপি নেতা বলেন, 'হাওড়াকে একসময় 'শেফিল্ড অফ ইস্ট' বলা হত। পশ্চিমবঙ্গের যাতে ভারী শিল্পের পুনরুত্থান হয়, এখানে যাতে বিনিয়োগ আসে এবং বন্ধ কারখানার তালা খোলে সবার মতো আমিও চাই। এই মিলটি যাতে চালু করা যায় তার জন্য টেক্সটাইল ডিপার্টমেন্টের মেন্টর হিসেবে জানিয়েছি যাতে বন্ধ কারখানাগুলো শ্রমিকদের দাবি-দাওয়া মিটিয়ে উন্নত প্রযুক্তি দিয়ে আবার চালু করা যায়। এবিষয়ে সরকার চেষ্টা করছে।' বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, 'মিল বন্ধ থাকলে শ্রমিকরা চাইবেন তা খোলা হোক।'

    এদিন মনোজ তেওয়ারি বলেন, 'আরতি কটন মিলস প্রায় পাঁচ বছর ধরে বন্ধ হয়ে আছে। গত বছর পর্যন্ত শ্রমিকরা অর্ধেক বেতন পেয়েছেন। সামনে নির্বাচন। বিজেপি মানুষের কাছে এখন পৌঁছতে ফুটবল টুর্নামেন্ট করছে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। যেখানে শ্রমিকরা দিনরাত পরিশ্রম করেন, তাঁদের রুজি রোজগার হয় সেই মিল প্রায় পাঁচ বছর বন্ধ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাঁদের কী করে মনে হয় যে এখানে একটা ফুটবল টুর্নামেন্ট করা হবে! এখানকার শ্রমিকদের দাবি যাতে অবিলম্বে এই কারখানার উৎপাদন চালু হয়। ততদিন পর্যন্ত এখানে যেন কোনো টুর্নামেন্ট না হয়। সেই কারণে আমরা আজকে মিলের সামনে বিক্ষোভ দেখাচ্ছি। ক্রীড়ামন্ত্রী হিসেবে তাঁদের অবস্থার কথা চিন্তা করে আমার কষ্ট হচ্ছে।' 

    তাঁর কথায়, 'পুলওয়ামায় পর্যটকদের খুন করা হয়েছে। এয়ার স্ট্রাইক-এর সময় আমাদের কয়েকজন সেনা শহিদ হয়েছেন। তারপরেও কি করে ভারত পাকিস্তানের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট হয়? কী করে এই আরতি কটন মিলসের মাঠে খেলা পরিচালনা করতে পারে? এর উত্তর আমরা চাই। আমরা দাবি করছি যত তাড়াতাড়ি সম্ভব আরতি কটন মিলের উৎপাদন চালু করতে হবে। প্রধানমন্ত্রী বিদেশে যাচ্ছেন। তাতে দেশের মানুষের বা আরতি কটন মিলস-এর শ্রমিকদের কী লাভ হচ্ছে? যারা দেশের জন্য লড়াই করছেন সেই সেনাদের কী লাভ হচ্ছে?'
  • Link to this news (আজকাল)