• জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: গতকাল অর্থাৎ বুধবার রাতে ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। জানা, গিয়েছে মৃত ব্যক্তির নাম রমণী রায় (৫৫)। তাঁর বাড়ি টেকাটুলি এলাকার ডিয়াবাড়িতে। পরিজনেরা জানান, গতকাল রাতে অন্যান্যদিনের মতোই তিনি বড়ি থেকে বের হয়েছিলেন। এরপর রাস্তা পার হওয়ার সময় একটি ধূপগুড়িগামী গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরই কান্নায় ভেঙে পড়েছেন তাঁর আত্মীয়-পরিজনরা। খবর পেয়ে অকুস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। তাঁর মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য দেহ জলপাইগুড়ি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। 
  • Link to this news (বর্তমান)