• আতঙ্কের অবসান, চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: আজ, বৃহস্পতিবার কাকভোরে চিতাবাঘের গর্জনে ঘুম ভাঙল বীরপাড়া থানার রহিমপুর চা বাগানের শ্রমিকদের। সম্প্রতি ওই চা বাগানে চিতাবাঘের উপদ্রব শুরু হয়েছিল। এরপরই আতঙ্কিত শ্রমিকদের দাবিতে জলপাইগুড়ি বনদপ্তরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘ ধরার সিদ্ধান্ত নেন। রহিমপুর বাগানের এল-২ বি সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানো হয়। সেই খাঁচাতেই আজ ভোরে একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ ধরা পড়ে। খাঁচাবন্দি চিতাবাঘের গর্জনের শব্দ শুনে ভিড় জমান বাগানের শ্রমিকরা। পরে বনকর্মীরা গিয়ে খাঁচাবন্দি চিতবাঘটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেয়। ঘটনায় দলগাঁও রেঞ্জের বন আধিকারিক ধনঞ্জয় রায় বলেন, চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)