সাত মাস বন্ধ বেতন, হাওড়ায় কেন্দ্রীয় সংস্থার শ্রমিকদের বিক্ষোভের মুখে শমীক
বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রচারের ঢক্কানিনাদে বরাবরই এগিয়ে মোদি সরকার। এই কাজে জলের মতো টাকা খরচ করা হয়। অথচ কেন্দ্রীয় সরকারের আওতাধীন হাওড়ার আরতি কটন মিলের কর্মীরা বেতন পাচ্ছেন না। এক-দু’মাস নয়, গত সাত মাস থেকে এই অচলাবস্থা চলছে। অথচ কেন্দ্রীয় সরকারের কোনও হেলদোল নেই। কবে বেতন মিলবে? সেই উত্তরও মিলছে না। বকেয়া বেতনের দাবিতে অবশেষ পথে নামলেন আরতি কটন মিলের কর্মীরা। আজ, বৃহস্পতিবার সকালে হাওড়ার দাসনগরে বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
এদিন নরেন্দ্র কাপের উদ্বোধন করতে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক। দাসনগরে তাঁর গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। শ্রমিকদের বিক্ষোভে নেতৃত্ব দেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দাসনগর থানার পুলিশ। পৌঁছে যায় র্যাফ। বিক্ষোভকারীদের সরাতে রীতিমত বেগ পেতে হয় পুলিশকে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে একপ্রস্থ বচসায় জড়িয়ে পড়েন শ্রমিকদের একাংশ। বিক্ষোভরত শ্রমিকরা বলেন, ‘আর কয়েকদিন পরে পুজো। গত সাত মাস ধরে বেতন পাচ্ছি না। পরিবারের মুখে দুবেলা খাবারটুকু তুলে দেওয়ার সামর্থ্য নেই আমাদের।’
শ্রমিকদের দাবি নিয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। পরে একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, ‘বন্ধ কারখানার ক্ষুধার্ত শ্রমিকরা তাঁদের অধিকার দাবি করবেন, এটাই স্বাভাবিক। কেউ এর বিরোধিতা করছে না। আমরাও চাই আরতি কটন মিল আবার চালু হোক। কেন্দ্রীয় সরকারের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে আমি সংশ্লিষ্ট সমস্ত জায়গায় এই বিষয়টি উত্থাপন করেছি। কারখানা আধুনিকিকরণে ইতিমধ্যে অর্থ বরাদ্দ হয়েছে। আমরা বিকল্প সমস্ত পথ খতিয়ে দেখছি।’