নদীর চরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন, ১০ দিন পরে বাড়ি ফিরলেন গৃহবধূ
বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, সাগর: গত ১ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন সাগরের ফুলবাড়ী এলাকার গৃহবধূ পূর্ণিমা দোলুই (২৫)। জানা গিয়েছে, তিনি নদীর চরে মাছ ধরতে গিয়েছিলেন। তখনই ঘটে বিপত্তি। সেখান থেকেই নিখোঁজ হয়ে যান পূর্ণিমা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও সন্ধান পাওয়া যাচ্ছিল না এই গৃহবধূর। ফলে গভীর উদ্বেগের মধ্যে ছিল তাঁর পরিবার। অবশেষে স্বস্তি। ১০ দিন পরে আজ, বৃহস্পতিবার সকালে গঙ্গাসাগরের কশতলা এলাকার নদীর চরের জঙ্গল থেকে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এদিন পুলিশ পূর্ণিমাকে জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে। তবে সেদিন কী ঘটনা ঘটেছিল? কীভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওই গৃহবধূ? ফি রলেনই বা কীভাবে? তা এখনও পরিষ্কার নয়। তিনি সুস্থ হওয়ার পর বিষয়টি জানা যাবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।