• সাইনবোর্ডে সমান গুরুত্বে বাংলা লেখা বাধ্যতামূলক: ফিরহাদ
    দৈনিক স্টেটসম্যান | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • শহরের প্রতিটি সাইনবোর্ডে বাংলায় লেখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। ইতিমধ্যেই নির্দেশিকা পৌঁছে গেছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে। তবে, পুরসভার মাসিক অধিবেশনে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার ঝড় ওঠে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ অভিযোগ তোলেন, নির্দিষ্ট করে অক্ষরের আকার উল্লেখ না করায় অনেক জায়গায় দায়সারা ভাবে খুব ছোট করে বাংলায় লেখা হচ্ছে, যা সাধারণ মানুষের পক্ষে পড়া প্রায় অসম্ভব।

    এই প্রস্তাবের জবাবে মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দেন, অন্য ভাষায় যেই আকারে অক্ষর লেখা থাকবে, বাংলাতেও ঠিক সেই আকারেই লিখতে হবে। ছোট করে বাংলা লেখার প্রবণতা চলবে না। মেয়রের কথায়, ‘আমরা চাই বাংলার মানুষ নিজের শহরে, নিজের মাতৃভাষাকে ঠিকঠাকভাবে পড়তে পারুক। বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া মানে অন্য কোনও ভাষার বিরোধিতা নয়। হিন্দি, উর্দু, তামিল, সবই ভারতীয় ভাষা।’ মেয়র আরও জানান, তিনি নিজে রামকৃষ্ণ মিশনে উর্দু শিখেছেন।

    অন্যদিকে, তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী এই প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘সারা দেশে বাংলা ভাষীদের ওপর অত্যাচার চালাচ্ছে বিজেপি, আর এখানে এসে নাটক করছে।’ ফলত, সাইনবোর্ডে বাংলা ভাষার যথাযথ মর্যাদা রক্ষার লড়াইয়ে পুরসভা যে কঠোর অবস্থান নিতে চলেছে, তা স্পষ্ট হয়ে গেল পুরসভার অধিবেশনেই।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)