• কনভয় থামিয়ে অভিযোগ, আশ্বস্ত হয়ে মুখ্যমন্ত্রীকে প্রণাম বৃদ্ধর
    দৈনিক স্টেটসম্যান | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • স্থানীয় দুই নেতার লড়াইয়ের কারণে আবাসের ঘর পাননি। বুধবার জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় থামিয়ে সেই অভিযোগ জানিয়েছেন রাজেন রায় নামের এক বৃদ্ধ। সেই সময় মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাচ্ছিলেন। বিষয়টা জেনে নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন মমতা। আশ্বাস পেয়ে প্রকাশ্য রাস্তাতেই মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন ওই বৃদ্ধ।

    এর আগে অন্য একটি সমস্যা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছিলেন রাজেন। এদিন তিনি মমতার কনভয় থামাতেই তাঁকে চিনতে পারেন মমতা। হাতজোড় করে বৃদ্ধর উদ্দেশে প্রশ্ন করেন, সমস্যার সমাধান হয়েছে তো? হাসিমুখে ইতিবাচক জবাব দেন রাজেন। তারপরই আবাসের ঘর নিয়ে সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানান তিনি। রাজেন জানান, এলাকার দুই নেতা খগেশ্বর রায় ও কৃষ্ণ দাসের অশান্তির কারণে তিনি আবাসের ঘর পাচ্ছেন না। অনেক জায়গায় সমস্যার কথা জানিয়েও কাজ হয়নি। সেই কারণে সরাসরি মমতাকে বলার সিদ্ধান্ত নেন তিনি। রাজেনবাবুর কথা শুনে তাঁর সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আশ্বাস পেয়ে মমতার পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে বৃদ্ধকে। আগের বারের মতো এবারও তাঁর সমস্যা মিটে যাবে বলে আশাবাদী রাজেন।

    উল্লেখ্য, উত্তরকন্যা থেকে বেরিয়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাওয়ার পথে শিরিষতলায় হঠাৎ গাড়ি থেকে নেমে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা জনতার সঙ্গ জনসংযোগ করেন। কথা বলেন এলাকার বাসিন্দা, স্কুল পড়ুয়াদের সঙ্গে। বাচ্চাদের আদর করেন, বড়দের সঙ্গে হাত মেলান।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)