বাইকের টিউবের মধ্যে ঢুকিয়ে সোনা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে পাকড়াও করেছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। ধৃতকে তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে চোরাপথে ওই সোনার বিস্কুটগুলি পাচার করে এদেশে নিয়ে আসা হয়েছিল। উদ্ধার হওয়ার সোনার বাজারমূল্য ৫০ লক্ষ টাকা।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম সাইন গাজি (৩৪)। তাঁর বাড়ি হাকিমপুর সীমান্ত এলাকাতেই। এদিন স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেক পোস্টে তল্লাশি চলছিল। সেই সময় জওয়ানরা দেখতে পান, বাইক চালিয়ে আসছেন সাইন। তাঁকে দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ শুরু করেন জওয়ানরা। তাঁর কথায় অসংগতি থাকায় শুরু হয় তল্লাশি। এরপর তাঁর বাইকের টিউবের মধ্যে থেকে মোট ৪৯৫ গ্রাম ওজনের চারটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। সাইনকে আটক করে তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছেন বিএসএফ জওয়ানরা।
প্রাথমিক অনুমান, বাংলাদেশ থেকে চোরাপথে পাচার করে সোনার বিস্কুটগুলি এদেশে আনা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, দুবাই, মায়ানমার, বাংলাদেশ হয়ে সোনার বিস্কুটগুলি ভারতে প্রবেশ করানো হয়েছে। সেগুলি বসিরহাট হয়ে কলকাতা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে মনে করা হচ্ছে। সাইনকে শুধুমাত্র ক্যারিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে নাকি আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে তাঁর যোগ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।