• বিশ্বকর্মা পুজোয় এবার সরকারি ছুটি
    দৈনিক স্টেটসম্যান | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • রাজ্য সরকারের পক্ষ থেকে এবার থেকে বিশ্বকর্মা পুজোয় সরকারি ছুটি ঘোষণা করা হল। বুধবার জলপাইগুড়িতে প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতে।

    বাংলার ক্যালেন্ডারে নতুন সংযোজন হিসেবে এই ছুটি নিঃসন্দেহে নজিরবিহীন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, এই পদক্ষেপ রাজ্যের শ্রমজীবী সমাজের প্রতি সরাসরি বার্তা দিচ্ছে— ‘তাদের উৎসবও সরকারি মর্যাদা পাচ্ছে।’

    প্রসঙ্গত, তিনি এদিন পরিযায়ী শ্রমিকদের উপর ডবল ইঞ্জিন সরকারের হেনস্থা, সরকারি চাকরিতে বিরোধীদের বাধা দেওয়া নিয়ে সরব হন। পাশাপাশি রাজ্যের ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার টাকা নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। রাজ্যের ন্যায্য পাওনা নিয়ে কেন্দ্রের বঞ্চনা প্রসঙ্গেও তোপ দাগেন। রাজ্যে ক্রমাগত বেকারত্ব নিয়েও পরোক্ষে কেন্দ্রকে নিশানা করেন। বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের অসহযোগিতায় যেন তাঁর আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে ওঠে।

    বৈঠকের শেষে মমতার গলায় আত্মবিশ্বাস স্পষ্ট—‘যতদিন রাজনীতি করব, মাথা উঁচু করেই করব। আমি পালাই না। বাংলা ভাল থাকলেই দেশ ভাল থাকবে। জয় বাংলা।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)