• আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তের নির্দেশ
    দৈনিক স্টেটসম্যান | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। কলকাতার আলিপুর চিড়িয়াখানার ঘটনা। মৃত্যুর কারণ নিয়ে ধন্দ তৈরি হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে সেন্ট্রাল জু কমিটি। মৃতদেহদু’টি পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ভিসেরা পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, ওই দুই বাঘিনী স্বাভাবিকের তুলনায় বেশি দিনই বেঁচেছে। চিড়িয়াখানার কর্মীদের যত্নেই তা সম্ভব হয়েছে। বার্ধক্যজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে।

    রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘আমাকে সিডব্লিউএলডব্লিউ যে রিপোর্টটা দিয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে, দু’জনেরই বয়স হয়েছিল। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, দুটি মৃত্যুরই স্বাভাবিক মৃত্যু।’ গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়ে তাঁর দাবি, ‘আমাদের দপ্তরের প্রত্যেক কর্মীই পশু পাখিদের পরিবারের সদস্য হিসাবেই মনে করেন। সকাল থেকে সন্ধ্যা যাঁরা কাজ করছেন, তাঁদের পশুপাখিদের নিজেদের সন্তানের মতোই দেখভাল করেন।’

    মৃত বাঘিনী দুটির মধ্যে একজনের নাম রূপা, যার বয়স হয়েছিল ২১ বছর। অন্যজনের নাম পায়েল, যার বয়স ছিল ১৭। ২০১৬ সালে ওড়িশার নন্দনকানন থেকে আনা হয়েছিল পায়েলকে। অসুস্থতার কারণে হাঁটাচলা, খাওয়াদাওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। মঙ্গলবার তার মৃত্যু হয়। বুধবার সকালে মারা যায় রূপা। এক পর্যায়ে তার একটি পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। পায়েলের মতো সেও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)