• উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে ভোট শশী থারুরের! আর কোন দলের কে ক্রস ভোট দিলেন?
    প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • নন্দিতা রায়, নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোট। বিজেপির দাবি, বিরোধী শিবিরের অন্তত ১৪টি ভোট পড়েছে শাসক শিবিরে! আবার ১৫টি ভোট বাতিলও হয়েছে। প্রশ্ন হল, ইন্ডিয়া জোটের অন্দর থেকে এই ক্রস ভোট করল কারা? দল হিসাবে কোনও দল বিশ্বাসঘাতকতা করেছে নাকি সাংসদরা নিজেদের মতো করে ক্রস ভোট দিয়েছেন, সেসবই খুঁজে বের করার চেষ্টা করছে ইন্ডিয়া শিবির।

    বিরোধী শিবিরের পক্ষ থেকে রেড্ডির প্রাপ্ত তিনশো ভোটের হিসেবনিকেশ করা হয়েছে। তাতে কোন কোন দল থেকে ক্রস ভোটিং হয়েছে, তার একটা আনুমানিক সংখ্যা সূত্র মারফত জানা গিয়েছে। কংগ্রেসের দুই কক্ষের ১২৬ জন সাংসদের মধ্যে ১২৫টি ভোটই রেড্ডির ঝুলিতে গিয়েছে বলে দাবি করা হয়েছে। একমাত্র শশী থারুরের ভোটটি রেড্ডির ঝুলিতে পড়েনি বলে অভিযোগ। আবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের মোট ৪১ জন সাংসদই রেড্ডিকেই ভোট দিয়েছেন বলে জোরাল দাবি করা হয়েছে। ডিএমকের মোট ৩২টি ভোটের সবকটিই রেড্ডির ঝুলিতে গিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে, রাধাকৃষ্ণণ তামিলনাডুর ভূমিপুত্র হওয়ার সুবাদে গোপন ব্যালটে যে ক্রস ভোটিং হতে পারে সেই সম্ভাবনা খারিজ করে দেওয়া যায় না।

    সূত্র মারফত জানা গিয়েছে, সমাজাবাদী পার্টির ৪১ জন সাংসদের মধ্যে ৩৯টি ভোট রেড্ডির ঝুলিতে গিয়েছে। বাকি দুটির ক্ষেত্রে ক্রস ভোটিং হয়েছে নাকি তা বাতিল হয়ে গিয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। শিব সেনা উদ্ধব গোষ্ঠীর ১১টি ভোটের মধ্যে ৮টি রেড্ডির ঝুলিতে গেলেও বাকি তিনটি ক্রস ভোটিং হয়েছে বলেই মনে করা হচ্ছে। আবার অন্তর্দ্বন্দ্বে আম আদামি পার্টিরও ১২টি ভোটের মধ্যে ৮টি রেড্ডি পেলেও বাকি চারটির ক্ষেত্রে ক্রস ভোটিং হয়েছে বলেই অভিযোগ। একইভাবে এনসিপির (পাওয়ার গোষ্ঠী) ১০টি ভোটের মধ্যে রেড্ডি ৮টি পেলেও বাকি দুটি ক্রস ভোটিংয়ে চলে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। একইভাবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চারও মোট ৫টি ভোটের মধ্যে এক বা দুটি ভোট ক্রসভোটিং বা বাতিলের খাতায় গিয়েছে বলে মনে করা হচ্ছে। বামেদের মোট ১৪টি ভোট আরজেডির মোট ৯টি ভোট, আইএউএমএল-র মোট ৫টি ভোট-সহ বিরোধী শিবিরে থাকা বাকি ছোটো দলগুলির কারও দুটি, কারুর একটি ভোট এবং একজন নির্দল প্রার্থীর ভোটও যে রেড্ডি পেয়েছেন তা তিনশো ভোটের হিসেবেই উঠে এসেছে।

    সূত্রের খবর, বিরোধী শিবিরের পক্ষ থেকে যে অঙ্ক কষা হয়েছে তাতে ১৩ থেকে ১৪টি ভোট ক্রস ভোটিংয়ে গিয়েছে। বাকি যে ১৫টি ভোট বাতিল হয়ে গিয়েছে সেগুলির মধ্যে বিরোধী শিবিরের কয়েকটি ভোট থাকতে পারে আবার তাতে এনডিএ-র কমপক্ষে পাঁচ থেকে ছটি ভোট রয়েছে বলেই বিজেপি সূত্রের খবর।
  • Link to this news (প্রতিদিন)