নব্যেন্দু হাজরা: কর্মব্যাস্ত দিনে ফের বিপত্তি মেট্রোয়। জানা গিয়েছে কবি সুভাষ স্টেশনে লাইনে সমস্যা থাকায় প্রায় তিরিশ মিনিট বন্ধ থাকে মেট্রো। হয়রানির শিকার সাধারণ মানুষ।
কিছুদিন আগেই পিলারে ফাটলের জেরে বন্ধ রয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন। বর্তমানে মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত। জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর ১২.২০ মিনিট নাগাদ ক্ষুদিরাম স্টেশনে যাত্রী নামিয়ে কবি সুভাষ স্টেশনের কাছে পৌছায় মেট্রো। সেখানে ডাউন লাইন থেকে আপ লাইনে রেক ঘোরানোর সময় লাইনের পয়েন্টে গণ্ডগোল দেখা দেয়। সেই কারনেই টানা প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে ট্রেন চলাচল। ১.২.৫০ মিনিট পর্যন্ত ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকে পরিষেবা। ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ।
অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু ক্ষুদিরাম স্টেশনে যাত্রী নামানোর পরে কবি সুভাষ স্টেশন থেকে মেট্রোর রেক ডাউন লাইন থেকে আপ লাইনে ঘোরানো হয়। বৃহস্পতিবার ব্যস্ত সময়ে প্রায় তিরিশ মিনিট বন্ধ থাকার পরে এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে পরিষেবা।
প্রসঙ্গত, ২০১০ সালের অক্টোবরে তৈরি হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশন। তার পনেরো বছর না কাটতেই আপ লাইনে ৪টি পিলারে ধরল ফাটল, বসে গেল প্ল্যাটফর্ম, লাইনও। পরিস্থিতি এমনই হল যে, স্টেশনই বন্ধ হয়ে গেল। কিন্তু কেন এই অবস্থা, শুধুই কি রক্ষণাবেক্ষণের অভাব! নাকি অন্য কিছু। মেট্রো কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে গত ২৮ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা চালু রয়েছে। সম্পূর্ণ মেট্রো স্টেশনটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ মাসের মধ্যে মেট্রো সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলেই দাবি মেট্রো কর্তৃপক্ষের। আর তারপরই ফের যাত্রী পরিষেবা শুরু হবে।