‘ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের শ্রাদ্ধ!’ সিনেমা হলেই ল্যাপটপ খুলে অফিস করতে বাধ্য হলেন মহিলা! বেঙ্গালুরুর ঘটনায় তুঙ্গে বিতর্ক...
আজকাল | ১২ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু থেকে রেডিট-এ পোস্ট করা একটি ছবি সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, কন্নড় ছবি ‘লোকাহ্’ চলার সময় এক মহিলা সিনেমা হলের মধ্যেই ল্যাপটপ খুলে কাজ করছেন। ছবিটি রেডিট-এ “বেঙ্গালুরুর কাজের সংস্কৃতি সত্যিই অদ্ভুত!” এই শিরোনামে শেয়ার করা হয়। এর পরেই অনলাইনে প্রতিক্রিয়ার ঝড় ওঠে। শহরের কর্পোরেট সংস্কৃতি এবং কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যের উপর তার প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
আর স্ল্যাশ ব্যাঙ্গালোর নামক রেডিট গ্রুপে মূল পোস্টটিতে লেখা হয়েছে, “এমনটা শুধু বেঙ্গালুরুতেই সম্ভব! ‘লোকাহ্’ সিনেমা দেখতে গিয়েছিলাম এবং আমার সামনের সারিতে বসা এক মহিলা ল্যাপটপ খুলে অফিসের মতোই টাইপ করে চলেছেন। সত্যি বলতে, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এখানকার কাজের সংস্কৃতি কতটা বিশৃঙ্খল। অফিসের চাপ এতটাই যে মানুষ দু’ঘণ্টার জন্যেও নিশ্চিন্ত হতে পারে না। ওয়ার্ক-লাইফ ব্যালান্স? সে আবার কী জিনিস!”
নেটদুনিয়ায় প্রতিক্রিয়ার ঝড়
ছবিটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে সমালোচনা ও সহানুভূতির মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কারও কারও মতে, ওই মহিলা হয়তো অফিসকে না জানিয়েই সিনেমা দেখতে এসেছিলেন, কিন্তু হঠাৎ কোনও জরুরি মিটিংয়ে যোগ দিতে বাধ্য হয়েছেন। এক জন লিখেছেন, “মনে হচ্ছে তিনি আমেরিকার কোনও দলের সঙ্গে কাজ করেন এবং অফিসে না জানিয়েই সিনেমা দেখতে এসেছিলেন। ভাবুন তো, যদি তাঁর ম্যানেজার বা সহকর্মীরা এটা দেখতেন! এটা চূড়ান্ত গাফিলতি।”
অন্য এক জনের মন্তব্য, “আমার মতে, কর্মী হিসেবে উনি হয়তো না জানিয়েই অফিস থেকে বেরিয়েছিলেন, আর এখন মিটিং এড়ানোর কোনও উপায় খুঁজে পাচ্ছেন না।”
তবে অনেকেই আবার ওই মহিলার প্রতি সহানুভূতি দেখিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “আমি গত রাতে ভোর ৩টে পর্যন্ত কাজ করেছি। আমি ওঁর অবস্থাটা পুরোপুরি বুঝতে পারছি। কাজের চাপ এতটাই বেশি আর সময় এত কম যে কী বলব! বারবার পরিকল্পনা বাতিল করতে করতে একটা সময়ের পর মনে হয়, আপনি বন্ধু-বান্ধব, অভিজ্ঞতা এবং শেষ পর্যন্ত জীবনটাকেই হারিয়ে ফেলছেন। তথ্যপ্রযুক্তি কর্মীদের এ বার একজোট হওয়া উচিত।”
অন্য এক জনের কথায়, “এর পিছনে অনেক কারণ থাকতে পারে। সম্ভবত, তিনি যখন সিনেমা দেখার পরিকল্পনা করে ফেলেছেন, ঠিক তখনই তাঁর বস শেষ মুহূর্তে কিছু ‘আপডেট’ চেয়েছেন।”
কেউ কেউ আবার বিষয়টি নিয়ে মজাও করেছেন। এক জন রসিকতা করে লিখেছেন, “নারায়ণমূর্তি হয়তো এই ছবিটাকেই নতুন কোম্পানি পলিসি হিসেবে সুপারিশ করে পোস্ট করবেন।” আর এক জনের মন্তব্য, “ডব্লিউএফএইচ: ওয়ার্ক ফ্রম (সিনেমা) হল।”
উল্লেখ্য, এই ধরনের ঘটনা এটাই প্রথম নয়। সাম্প্রতিক অতীতে সিনেমা হল, বিয়েবাড়ি, এমনকী বাইকের পিছনে বসেও পেশাদারদের ল্যাপটপে কাজ করার ছবি ভাইরাল হয়েছে এবং প্রতিবারই তা কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।