আজকাল ওয়েবডেস্ক: স্কুলের শিক্ষিকা। স্বামী কলেজে পড়ান। স্বামীর থেকে সম্প্রতি আলাদাই থাকছিলেন যুবতী। আচমকা সন্ধে নামতেই বেশ কয়েকজনকে নিয়ে স্ত্রীর ভাড়া বাড়িতে হাজির স্বামী। যে সন্দেহ মনে নিয়ে গিয়েছিলেন, হাতেনাতে প্রমাণ মিলল তার। স্ত্রীর ঘরে অন্য একজনকে দেখেই পরপর ঘটালেন বেশকয়েকটি ঘটনা। আর ওই ঘটনাক্রম নিয়েই উত্তাল ওড়িশার পুরী।
ঘটনা মঙ্গলবার রাতের। স্কুল শিক্ষিকা যুবতীর স্বামী তাঁর ভাড়া বাড়িতে হাজির হয়ে, স্ত্রীর সহকর্মী, অপর এক স্কুল শিক্ষককে দেখতে পেয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে বিশাল কাণ্ড ঘটিয়েছেন। অভিযোগ, তিনি এবং তাঁর বাকি সহযোগীরা ওই স্কুল শিক্ষকের জামা-কাপড় খুলতে বাধ্য করেন এবং তার পরেই, জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরান। ইতিমধ্যে ঘটনা সম্পর্কিত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও আজকাল ডট ইন ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, বৈবাহিক সম্পর্কে সমস্যার কারণে ওই মহিলা, তাঁর স্বামী, যিনি একজন কলেজ শিক্ষক, তাঁর সঙ্গে থাকতেন না। তিনি পুরীর নিমাপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। মঙ্গলবার রাত ৮টার দিকে, তাঁর স্বামী, বেশ কয়েকজন সহযোগীকে নিয়ে, তাঁকে 'বিশ্বাসঘাতকতা' করার সন্দেহে জোর করে তাঁর বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ।
বিপত্তি ঘটে সেখানেই। ওই ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করেই স্ত্রীর সঙ্গেই তাঁর এক বন্ধুকে দেখতে পান বলে জানা যায়। ছড়িয়ে পড়া ওই ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, কলেজ শিক্ষক ব্যক্তি অপর এক যুবককে স্ত্রীর ভাড়া বাড়ি থেকে মারতে মারতে বের করছেন। তারপরেই ওই যুবককে জামা-কাপড় খুলিয়ে, মারধোর করা হয়। যুবককে জুতোর মালা পরিয়ে ঘোরানো হয় এলাকায়। চারপাশে ভিড় জমে যায় ব্যাপক হারে। বহু মানুষ ওই দুই ব্যক্তির চারপাশে জড়ো হয়ে যান কয়েক মিনিটেই। ভিডিও করতে থাকেন ঘটনার। যুবতী এবং তাঁর বন্ধুকে জোর করে থানার দিকে টেনে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
সূত্রের খবর, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ঘটনা সম্পর্কে জোর চর্চা শুরু হয়। পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়ার পর, পুলিশ হস্তক্ষেপ করে। পুলিশ জানিয়েছে, কলেজ শিক্ষক এবং তাঁর সহযোগীদের একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।
দিন কয়েক আগেই আরও একটি ঘটনা সামনে আসে। মধ্যচিনের হুনান প্রদেশের চানসা অঞ্চলের বাসিন্দা ওই বধূ সম্প্রতি জানতে পারেন তাঁরই সবচেয়ে কাছের বান্ধবীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে স্বামীর। দীর্ঘ ১২ বছরের ওই বান্ধবী এবং স্বামীর কীর্তিতে ক্ষুব্ধ হয়ে বধু যা করলেন তা দেখে অবাক স্থানীয় মানুষজন। নিজের স্বামী এবং বান্ধবীর পরকীয়ার কথা রীতিমতো ব্যানারে ছাপিয়ে হাউসিং কমপ্লেক্সের গেটে টাঙিয়ে দিলেন তিনি। প্রকাণ্ডই ব্যানারে অভিযোগকারী মহিলা আঙুল তুলেছেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী শি নামের এক মহিলার দিকে। শি চিনের হংসং অঞ্চলে পর্যটন বিভাগের অর্থ দপ্তরে কাজ করেন বলে অভিযোগ।
ব্যানারে মহিলা লিখেছেন, “শি জনসাধারণের সঙ্গে প্রবঞ্চনার পাশাপাশি নিজের বান্ধবী এবং নৈতিকতার সঙ্গেও প্রবঞ্চনা করেছেন। সবচেয়ে কাছের বান্ধবীর স্বামীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন তিনি।” মহিলা আরও অভিযোগ করেছেন, “আমরা দীর্ঘ ১২ বছরের বন্ধু। অথচ শি গত ৫ বছর ধরে আমার স্বামীকে যৌন পরিষেবা দিয়ে আসছে। অফিস চলাকালীন কাজ না করে শি তাঁর বান্ধবীর স্বামীর সঙ্গে হোটেলে গিয়ে সময় কাটাতেন।”
শুধু ব্যানার টাঙিয়ে ক্ষান্ত হননি অভিযোগকারী মহিলা। সঙ্গে রীতিমতো রঙিন কাগজ দিয়ে বান্ধবীর বাড়ি এবং গাড়ি সাজিয়েও দিয়েছেন তিনি। এমনটাই খবর স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে।