• হাতে আর সময় নেই! এখনই প্রবল বৃষ্টিতে ভিজবে দক্ষিণের এই জেলাগুলি, রেহাই নেই উত্তরবঙ্গেরও, বড় আপডেট হাওয়া অফিসের...
    আজকাল | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্বাভাস ছিলই। বেলা বাড়তে আরও স্পষ্ট হল সম্ভাবনা। বৃহস্পতিবার বিকেলে হাওয়া অফিস জানিয়েছে, কোন কোন জেলায় কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। তালিকায় যেমন উত্তরবঙ্গের একাধিক জেলা, তেমনই রয়েছে দক্ষিণবঙ্গের জেলাও।

    হাওয়া অফিস জানাচ্ছে, আর কয়েকঘণ্টা সতর্ক থাকতে হবে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলার বাসিন্দাদের। বুধবার দুপুর সাড়ে তিনটার আপডেটে মৌসম ভবন জানাচ্ছে, পরবর্তী দু থেকে তিন ঘণ্টায় পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গী হতে পারে দমকা হাওয়া। হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

    আগামী কয়েকঘণ্টায় বাঁকুড়া, ঝাড়গ্রাম, মালদহের বিক্ষিপ্ত অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ, সঙ্গে তীব্র বৃষ্টি এবং দমকা বাতাসের সম্ভাবনা। ওই জেলাগুলিতেও বজ্রবিদ্যুত-ঝড়ের সঙ্গী হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বওয়া দমকা বাতাস। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

    অন্যদিকে, বিকেল চারটের আপডেটে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দু থেকে তিন ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুরের বিক্ষিপ্ত অংশে মাঝারি থেকে হালকা বজ্রবিদ্যুৎ, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে। এই কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে কোনও নিম্নচাপ নেই সাগরে। তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। চলতি সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে।বর্তমানে মৌসুমি অক্ষরেখা বঙ্গের উপর দিয়ে বিস্তৃত। কচ্ছ ও দক্ষিণ-পশ্চিম রাজস্থানের অতি গভীর নিম্নচাপের উপর দিয়ে উদয়পুর, শিবপুরী, সিদ্ধি, রাঁচি এবং পশ্চিমবঙ্গের দিঘা হয়ে তা পূর্বে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। 

    মৌসম ভবন সূত্রে তথ্য,  বৃহস্পতিবার ও আগামিকাল শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সব জেলাতেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা। শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা।  রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী সোমবার ও মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি হয়নি। 

     বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। এই চার জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ও কোচবিহারে। শনিবার ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। জারি রয়েছে কমলা সতর্কতা। ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলায়। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কমলা সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে। 
  • Link to this news (আজকাল)