মিল্টন সেন, হুগলি: শুধু আত্মরক্ষা নয়,ক্যারাটে শিখে আত্মনির্ভর হওয়া যায়, সেই পথ দেখাচ্ছে হুগলি জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার হুগলি জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশন প্রেসক্লাব অফ হুগলির সভা ঘরে তাদের সভাপতি সম্পাদক সমস্ত কার্যকর্তারা সাংবাদিক বৈঠকে জানান।
ক্যারাটে শিখে তারা যেমন জাতীয় স্তর থেকে বিভিন্ন পদক আনছেন তেমনি আন্তর্জাতিক স্তরে এই খেলার কদর বাড়ছে। সম্প্রতি ২৫- ২৭ আগস্ট হরিয়ানার কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় ক্যারাটে প্রতিযোগিতা ২০২৫ প্রতিযোগিতায় ১১ জন স্বর্ণপাদক পান, রুপো জয়ী ১২ ও ব্রোঞ্জ ১১ টি পদক জয় করেন।মোট ৩৪ টি পদক। এছাড়া জাতীয় স্কুল গেমসে ক্যারাটে খেলায় উল্লেখযোগ্য সাফল্য রয়েছে হুগলি জেলার ছেলে মেয়েদের। দিল্লির অভায়া কাণ্ডের পর দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলা নারীদের উপরে নানান রকমের অত্যাচারের ঘটনার আত্মরক্ষার পাটনিতে উৎসাহ দেখাচ্ছে মেয়েরা। আর তারপর থেকেই ক্যারাটের গুরুত্ব বেড়েছে।
জেলা শহর এরাজ্যের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে একাধিক কোচিং সেন্টার। পাশাপাশি সরকারি স্কুল ও বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলেও ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র আত্মরক্ষাই নয় এই ক্যারাটে শিখে অনেকেই আত্মনির্ভর হতে পারছে। ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ হুগলির তরফে দাবি করা হয়েছে বর্সতমানে সরকারি একাধিক দপ্তরে চাকরির সুযোগ মিলছে। ইতিমধ্যেই হুগলির ক্যারাটে এসোসিয়েশনের খেলোয়াড় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশে ডাক পেয়েছে। তারা আশাবাদী আগামী দিনে রাজ্য এবং কেন্দ্রে সরকারি দপ্তরে চাকরির সুযোগ তৈরি হবে।ফলে প্রতিনিয়ত এই খেলার যেমন গুরুত্ব বাড়ছে তার সাথে খেলোয়াড় ও বাড়ছে।এই দিন রাজ্য তথা কেন্দ্রীয় স্তরের জয়ী খেলোয়াড়দের সংস্থার পক্ষ থেকে শংসাপত্র তুলে দেয়া হয়।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই হুগলি জেলার ক্রীড়াজগতের জন্য এক গর্বের মুহূর্ত এনে দিয়েছে চুঁচুড়ার ধরমপুর অ্যাথলেটিক ক্লাব। সদ্যসমাপ্ত নবম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা ‘২০২৫ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপে’ ভারতের হয়ে অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেল ক্লাবের ছাত্রছাত্রীরা। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এই আন্তর্জাতিক প্রতিযোগিতাটি মূলত আয়োজিত হয় AISSKF (All India Seishinkai Shito Ryu Karate Do Federation)-এর উদ্যোগে এবং KAB (Karate Association of Bengal)-এর সহযোগিতায়। জানা গিয়েছে, ধরমপুর অ্যাথলেটিক ক্লাব থেকে মোট ৫০ জন ছাত্রছাত্রী ভারতের প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতায় অংশ নেন এবং তাঁদের পারফরম্যান্সে অভিভূত গোটা ক্যারাটে মহল।
ছাত্রছাত্রীদের এই সাফল্যে খুশি অভিভাবকরা ও স্থানীয় বাসিন্দারাও। জেলার তরফ থেকেও এই প্রতিভাবান ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি ক্রীড়াক্ষেত্রে একাধিক সাফল্য এসেছে হুগলি জেলা থেকে। কিছুদিন আগেই সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় হুগলি জেলা চ্যাম্পিয়ন হয় সুগন্ধা হাই স্কুল। বৈদ্যবাটির বিএস পার্ক মাঠে ফাইনালে গরলগাছা হাই স্কুলকে টাইব্রেকারে ৪–৩ গোলে হারিয়ে জয়ী হয় সুগন্ধা হাই স্কুল। ৬৪ তম সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় হুগলি জেলা থেকে পাঁচশোর বেশি স্কুল অংশ নিয়েছিল।