• বারাকপুরে সাইবার প্রতারণা চক্রের হদিশ, গ্রেপ্তার ৮, উদ্ধার ৩১টি স্মার্টফোন ও ২০টি এটিএম
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সাইবার প্রতারণা চক্র ধরা পড়লো মোহনপুরে। ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিহার এবং ঝাড়খণ্ডের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে আটটি ল্যাপটপ, ৩১টি স্মার্টফোন, ২০টি এটিএম কার্ড, ৭টি ব্যাঙ্কের পাস বই, ডায়েরি এবং নগদ ২ লক্ষ ৩৮ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানান বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান চারু শর্মা।পুলিস সূত্রে খবর, বারাকপুর স্টেডিয়ামের সামনে রয়েল পার্কের কাছে দুটি বাড়িতে ভাড়া থাকত সাইবার অপরাধে ধৃত ৮ জন। তারা বাড়ি থেকে বের হত না। সারাদিন ঘরে বসেই এই আট জন কাজ করত। এতেই প্রথমে সন্দেহ হয় প্রতিবেশীদের। খবর পেয়ে বারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানা এবং মোহনপুর থানা যৌথ ভাবে গতকাল অর্থাৎ বুধবার রাতে অভিযান চালায়। শেষে আট জনকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, ধৃতদের মধ্যে পাঁচজন ঝাড়খণ্ডের এবং তিনজন বিহারের বাসিন্দা। এদের মধ্যে আবার দু’জন ছাত্রও রয়েছে। বাকিরা চাকরি করতে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের জানিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ডায়েরি থেকে তদন্তকারী অফিসারদের অনুমান, প্রায় তিনশোর বেশি মানুষকে বিভিন্ন ক্ষতিকারক লিঙ্ক এবং অ্যাপের মাধ্যমে প্রতারণা করেছে এই চক্র।
  • Link to this news (বর্তমান)