• বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের অনুমতি, আদালতে শুভেন্দু
    দৈনিক স্টেটসম্যান | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রীকে কেন তাঁর নিরাপত্তারক্ষীদের নিয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, এই প্রশ্ন তুলে অধ্যক্ষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবিষয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন শুভেন্দুর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি। আগামী সপ্তাহে এই মামলাটির শুনানি হতে পারে।

    এর আগে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীদের নিয়ে বিধানসভার ভিতরে প্রবেশাধিকার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। সেই মামলায় সরাসরি হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। বিধানসভার সচিব আদালতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের জারি করা বিজ্ঞপ্তি দেখান। সেই বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ জানিয়েছিলেন, বিধানসভার অন্দরে কাউকে নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না৷ সব বিধায়ক, মন্ত্রীদের জন্য এই নোটিস জারি করা হয়েছে। বিধানসভার বাইরে নিরাপত্তারক্ষী ও আগ্নেয়াস্ত্র রেখে ভিতরে প্রবেশ করতে হবে মন্ত্রী–বিধায়কদের৷ কিন্তু এই একই নিয়ম কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলবৎ হবে না সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু৷

    আগের মামলাটিও বিচারপতি অমৃতা সিনহা বেঞ্চেই শুনানি হয়েছিল। বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, বিধানসভার আইন অনুযায়ী এই নোটিস বলবৎ থাকবে৷ আদালত তাতে কোনও হস্তক্ষেপ করবে না। কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, সব রাজনৈতিক দলের সদস্যদের জন্য যেন এক নিয়ম কার্যকর হয় তা বিধানসভার সচিবকে লক্ষ্য রাখতে হবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ হবে না কেন সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। আগামী সপ্তাহে মামলাটির শুনানি হতে পারে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)