কুকার দিয়ে আঘাত, গলা কেটে খুন! হত্যালীলার পর বাথরুমে স্নান করে পালাল খুনিরা
প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুকারের আঘাতে অজ্ঞান করে, কাঁচি দিয়ে গলা কেটে খুন করা হল প্রৌঢ়কে। তারপর বাথরুমে স্নান করে ৪০ গ্রাম সোনা ও ১ লক্ষ টাকা নগদ নিয়ে পালাল দুই যুবক। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।
নিহত মহিলার নাম রেণু আগারওয়াল। বয়স ৫০ বছর। তিনি হায়দরাবাদের সাইবারাবাদ এলাকার একটি আবাসনের বাসিন্দা। স্বামী ও ছেলের সঙ্গে থাকতেন তিনি। প্রতিদিনের মতো বুধবার সকালে কাজে বেরিয়ে যান তাঁর স্বামী ও ছেলে। তাঁদের স্টিলের ব্যবসা রয়েছে। বিকেল নাগাদ মহিলাকে ফোন করেন বাবা-ছেলে। বারবার ফোন বেজে গেলেও রেণু ফোন তোলেননি। সন্দেহ জাগে তাঁদের। তড়িঘড়ি বাড়িতে আসেন মৃতার স্বামী। দেখেন দরজা ভেতর থেকে লক করা রয়েছে। প্লামবার ডেকে ঘরে ঢোকেন তিনি। তারপরই রেণুকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর দেন স্থানীয় থানায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, ওই আবাসনেই কাজ করা হর্ষ ও রোশন নামে দুই যুবক এই কাণ্ড ঘটিয়েছে। এদের মধ্যে একজন মৃত রেণুর ঘরে কাজ করতেন। তাঁদের বিকেল পাঁচটা নাগাদ আবাসন চত্বর ছেড়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। দুইজনকে অভিযুক্ত সন্দেহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।