বর্বর! উত্তরপ্রদেশে গণধর্ষণের শিকার মূক-বধির অন্তঃসত্ত্বা যুবতী, হাসপাতালে মৃত্যু
প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে বর্বরতার চরম। গণধর্ষণের শিকার মূক-বধির অন্তঃসত্ত্বা যুবতী। এমনকী তাঁকে গর্ভপাতের ওষুধ খাওয়ানো হয়। গর্ভপাতের ওষুধ খাওয়ার পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ২৬ বছরের ওই যুবতীর।
ঘটনাটি হামিরপুর জেলার। জানা গিয়েছে, শ্বশুরবাড়িতে অশান্তির পর বাপের বাড়িতে চলে এসেছিলেন নির্যাতিতা। সেখানেই সুযোগ বুঝে গ্রামের দুই ব্যক্তি তাঁকে বেশ কয়েক বার ধর্ষণ করেন বলে অভিযোগ। এর জেরে যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ঘটনা জানাজানি হয়। এরপর থেকেই অভিযুক্তরা পরিবারটিকে হুমকি দিত বলে জানা গিয়েছে। নতুন করে গত রবিবার মহিলার উপর পাশবিক নির্যাতন চালায় দুই অভিযুক্ত।
তাঁরা গ্রামেরই একটি নির্জন মাঠে নিয়ে যায় তরুণীকে। সেখানে তাঁকে জোর করে গর্ভপাতের ওষুধ খাওয়ান হয়। তারপর আবার তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। তরুণী অসুস্থ হয়ে পড়লে তাঁকে সেখানে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।