সংশোধনাগার ও আদালতের পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ ১০ কোটি, হাই কোর্টে জানালেন মুখ্যসচিব
প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৫
গোবিন্দ রায়: রাজ্যের একাধিক সংশোধনাগার ও নিম্ন আদালতগুলির পরিকাঠামোগত মান উন্নয়নে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার হাই কোর্টে একথা জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ। আরও টাকা দ্রুত বরাদ্দ করা হবে বলে আদালতে জানিয়েছেন তিনি।
রাজ্যের সংশোধনাগারগুলির উন্নয়নে টাকা বরাদ্দ করা হচ্ছে না বলে অভিযোগ তুলে মামলা হয় হাই কোর্টে। সেই মামলায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ মুখ্যসচিবকে হাজিরার নির্দেশ দিয়ে জবাব তলব করেছিলেন। আদালতের নির্দেশ মতো এদিন ভার্চুয়ালি হাজিরা দেন মুখ্যসচিব। ডিভিশন বেঞ্চের বিচারপতিরা তাঁকে প্রশ্ন করেন, সিসিটিভি বসানোর ব্যাপারে প্রস্তাব দেওয়া হলেও টাকা কেন দেওয়া হচ্ছে না? মোট ১৭.৪১ কোটি টাকার প্রস্তাব ছিল। এই নিয়ে গত বছর ডিসেম্বরের নির্দেশ এখনও কার্যকর হয়নি কেন? মুখ্যসচিবের উদ্দেশে বিচারপতি বসাক আরও বলেন, “আপনি জানেন নিম্ন আদালতের অবস্থা, প্রিন্টারে কার্টিজ নেই, পেপার্লেস অবস্থায় চলছে কোর্ট। অথচ কোর্ট চালানোর প্রশাসনিক ব্যবস্থার যাবতীয় ফান্ড রাজ্যকে দিতে হবে, সেটা আইন বলছে। সেখানে পেপারলেস কোর্ট কীভাবে চলছে?”
প্রশ্নের উত্তরে মুখ্যসচিব বলেন, “গত ২৯ আগস্ট থেকে বাইরে আছি। আমি সব জেনে বলছি।” এরপরই ১০ কোটি টাকা বরাদ্দর বিষয়ে আদালতকে অবগত করেন। ফের আদালত বলে, এটা শুধু ১০ বা ১৭ কোটির ব্যাপার নয়। কত টাকা রাজ্যের কাছে পাওয়ার জন্য রিকিউজিশন দেওয়া হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে হেলাথ সেন্টার তৈরির জন্য কবে প্রস্তাব দেওয়া হয়েছিল জানেন কি। আদালত বান্ধব তাপস ভঞ্জ বলেন, মোট ৫৫ টা প্রকল্প ঝুলে আছে। তার মধ্যে বিল্ডিং নির্মাণও রয়েছে। গত বছর ডিসেম্বর থেকে লাগাতার তাগাদা দেওয়া হচ্ছে। সব পক্ষের বক্তব্য শুনে আগামী ১৭ সেপ্টেম্বর এই মামলার শুনানির দিন ধার্য করেছে আদালত। সেদিন মুখ্যসচিবকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।