• পুতুলের আদলে প্রতিমা গড়ছেন কালনার শিল্পী
    আনন্দবাজার | ১১ সেপ্টেম্বর ২০২৫
  • দুর্গাপুজোয় এ বার প্রতিমায় নতুনত্ব আনছেন পূর্ব বর্ধমানের কালনা ২ ব্লকের হাটগাছা গ্রামের মৃৎশিল্পী তাপস পাল। তাঁর গড়া প্রতিমায় দেবী দুর্গা ও চার সন্তান কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর মুখ থাকছে পুতুলের আদলে। ভিন্ন আঙ্গিকের এই প্রতিমা বসবে কালনা শহরের এক মণ্ডপে।

    প্রতিমা গড়ার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাপসের। নিজের বাড়ির পাশাপাশি তিনি কুমোরটুলিতেও কাজ করেন। তাঁর তৈরি প্রতিমা গিয়েছে বিদেশেও। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরই দুর্গাপুজোয় নতুন কিছু করার চেষ্টা করেন এই শিল্পী। আগে তাঁর তৈরি একটি প্রতিমা জেলায় সুনাম কুড়িয়েছে।

    তাপস জানান, সম্প্রতি মহারাষ্ট্রের এক শিল্পীর তৈরি সেরাওয়ালি দুর্গা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তা থেকে অনুপ্রাণিত হয়েই তিনি এ বার পুতুলের আদলে প্রতিমা তৈরি করছেন। প্রায় সাড়ে ৯ ফুট উচ্চতার প্রতিমায় দেবীর চোখের মণিতে শিবলিঙ্গ ফুটিয়ে তোলা হয়েছে। অসুরের মাথার জায়গায় ব্যবহৃত হয়েছে মহিষের মাথা। অসুরবধে লড়ছে হাঁস, পেঁচা ও ইঁদুরও। প্রতিমায় ব্যবহৃত হচ্ছে মাটির সাজ ও গয়না।

    শিল্পীর দাবি, প্রতিমাটি গড়তে মাস খানেক সময় লাগবে। দুর্গাপুজোর আর বেশি দিন নেই। সময় মতো প্রতিমা মণ্ডপে পৌঁছে দিতে দিনরাত কাজ করছেন তিনি। তাঁর কথায়, “পর্যাপ্ত মাটি না পাওয়া, দুর্যোগ এবং প্রতিনিয়ত বৃষ্টির কারণে সমস্যায় পড়তে হয়েছে। শুকনোর জন্য ব্যবহার হচ্ছে বৈদ্যুতিন পাখা। চেষ্টা চলছে সময়ে প্রতিমা মণ্ডপে পৌঁছে দেওয়ার।” শিল্পীর আশা, জেলার মানুষ এ বারের অন্য ধরনের প্রতিমাটি দেখে আনন্দ পাবেন।
  • Link to this news (আনন্দবাজার)