অপ্রতিরোধ্য বাংলার মেয়েরা! ফের জ্বলে উঠলেন সুলঞ্জনা রাউল। মেয়েদের ৩০তম জাতীয় ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিকিমকে ৫-১ গোলে উড়িয়ে ফাইনাল রাউন্ডে চলে গেল বাংলা। তিন ম্যাচে বাংলার মেয়েদের সংগ্রহ ৯ পয়েন্ট।
মেঘালয়কে প্রথম ম্যাচে ৭-০ উড়িয়ে যাত্রা শুরু হয়েছিল বাংলার। পরের ম্যাচে রিম্পা হালদারের হ্যাটট্রিকে ৭-০ গোলে বেলাইন হয়েছিল রেল। বুধবার কৃষ্ণনগরে সিকিমের বিরুদ্ধেও বিধ্বংসী বাংলা। খেলা শুরু হওয়ার ৮ মিনিটের মধ্যে বাংলাকে এগিয়ে দেন সুলঞ্জনা। পাঁচ মিনিট পরে সমতা ফেরান স্মিতা সুন্দাস। ৩৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সুলঞ্জনা। ৪০ মিনিটে ৩-১ করেন রিম্পা। দু’মিনিট পরেই প্রতিযোগিতায় দ্বিতীয়হ্যাটট্রিক করেন সুলঞ্জনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই জ্বলে ওঠেন অধিনায়ক সঙ্গীতা বাসফোর। দুরপাল্লায় শটে ৫-১ করেন তিনি। মোট ১৯ গোল করে পরের পর্ব নিশ্চিত করল বাংলা।