• ভেঙে দেওয়া হলো প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর কাঠামো,পুলিশের সঙ্গে সংঘর্ষ দুষ্কৃতীদের
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • চার দশক পরে কোনও প্রধানমন্ত্রীর পা পড়তে চলেছে মণিপুরে কুকি অধ্যুষিত এলাকায়। আগামী শনিবারই মণিপুর আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে, বৃহস্পতিবার রাতে, নতুন করে উত্তেজনা ছড়ালো মণিপুরের চুড়াচাঁদপুরে।

    ২০২৩ সালে কুকি ও মেইতেইদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর প্রায় আড়াই বছর পরে সেই রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। তাঁর সফর ঘিরে সাজো সাজো রব মণিপুর জুড়ে। এখন থেকেই এই সফর ঘিরে নিরাপত্তা আঁটোসাঁটো করছে সেখানকার পুলিশ এবং প্রশাসন। তার মধ্যেই বৃহস্পতিবার রাতে নতুন করে উত্তেজনা দেখা দিল চুড়াচাঁদপুর এলাকায়। প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে কিছুটা দূরেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার পাশে নির্মিত সাজসজ্জার কাঠামো ভেঙে ফেলে দুষ্কৃতীরা বলে অভিযোগ। খবর পেয়েই এলাকায় যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুষ্কৃতীদের সঙ্গে সংঘর্ষও হয় পুলিশের।

    শনিবার, চুড়াচাঁদপুরের পিস গ্রাউন্ডে সভা করার কথা প্রধানমন্ত্রীর। ওই সভাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর আসার জন্য হেলিপ্যাড করা হয়েছে পিসনমুন গ্রামে। জানা গিয়েছে, সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের জন্য নির্মিত সাজসজ্জা ভাঙচুরের চেষ্টা করা হয়। এই নিয়েই সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দুষ্কৃতীদের।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সফরের সঙ্গে সম্পর্কিত সরকারি কর্মসূচির জন্য করা ব্যবস্থা ভেঙে ফেলার চেষ্টা করে অজ্ঞাতপরিচয় একদল ব্যক্তি। পুলিশ এই নিয়ে হস্তক্ষেপ করলে তা সংঘর্ষে রূপ নেয়। এই হামলার ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও।

    তবে, কত জন ওই হামলা চালায় এবং হামলাকারী কারা তা নিয়ে কিছু বলতে চাইছেন না সেখানকার পুলিশ আধিকারিকরা। যদিও বৃহস্পতিবার রাতের এই ঘটনার পরে কর্তৃপক্ষ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও সৈন্য এবং নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে বলেও জানিয়েছেন এক আধিকারিক।

    প্রশাসন সূত্রে খবর, চুড়াচাঁদপুরের পরে ইম্ফলের কাংলা ফোর্ট এলাকাতেও সভা করবেন প্রধানমন্ত্রী। দু’টি সভা থেকে বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

  • Link to this news (এই সময়)