• ইএসআই হাসপাতালে মিলছে না প্রয়োজনীয় ওষুধ, নির্দেশিকা জারি
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইএসআই হাসপাতালগুলিতে অনেক সময়ই পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধ। ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও তাঁর আত্মীয়দের। শেষ পর্যন্ত এই বিষয়ে জরুরি নির্দেশিকা জারি করল শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী রাজ্য বিমা নিগম (ইএসআইসি)। একইসঙ্গে প্রকাশ করা হয়েছে জরুরি ওষুধের তালিকাও। সংশ্লিষ্ট নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, যে কোনও পরিস্থিতিতে ওইসব জরুরি ওষুধের ‘স্টক’ হাসপাতালে সুনিশ্চিত করতেই হবে। সামগ্রিক বিষয়টিকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল। ওই নির্দেশিকায় বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রক জরুরি ওষুধের তালিকা প্রকাশ করেছে। তা মেনেই ইএসআইয়ের হাসপাতালগুলিতে আপৎকালীন প্রয়োজনের জন্য ওষুধের বন্দোবস্ত রাখতে হবে। কর্মচারী রাজ্য বিমা নিগমের সমস্ত হাসপাতালকেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।
  • Link to this news (বর্তমান)