সোনিয়ার বিরুদ্ধে মামলা খারিজ
বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি: নাগরিকত্বের আগেই ভোটার হয়েছিলেন সোনিয়া গান্ধী। অভিযোগ জানিয়ে মামলা দায়ের হয়েছিল দিল্লির আদালতে। বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দিল অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বৈভব চৌরাসিয়া। অভিযোগকারীর সওয়াল ছিল, নাগরিকত্ব পাওয়ার ৩ বছর আগেই ১৯৮০ সালের জানুয়ারি মাসে ভোটার তালিকায় তোলা হয়েছিল সোনিয়া গান্ধীর। জাল নথি ব্যবহারের অভিযোগও তোলেন তিনি। পরে ১৯৮২ সালে তালিকা থেকে বাদ যায় নাম। কংগ্রেস সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি জানানো হয়েছিল। গোটা দেশজুড়ে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ তুলেছে কংগ্রেস। অভিযোগ, ভুয়ো ভোটার ঢুকিয়ে বদলে দেওয়া হচ্ছে নির্বাচনের ফল। এরই মধ্যে সোনিয়ার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।
Link to this news (বর্তমান)