• মহারাষ্ট্রে গোষ্ঠী সংঘর্ষ: হিন্দু ও মুসলিম অফিসারদের নিয়ে সিট
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: পুলিশকে পক্ষপাতের ঊর্ধ্বে থাকতে হবে। ২০২৩ সালে মহারাষ্ট্রে আকোলায় দুটি গোষ্ঠীর সংঘর্ষের ঘটনার তদন্তে সিট গঠন নিয়ে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। ওই বছরের মে মাসে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল আকোলা। হিংসায় মৃত্যু হয়েছিল একজনের। এছাড়া দু’জন পুলিশ সহ জখমের সংখ্যা ছিল আট। ওই ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে স্পেশাল ইনভেস্টিগেশন টিমে (সিট) হিন্দু-মুসলিম উভয় অফিসারদের রাখতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি ঘটনার তদন্ত পক্ষপাতদুষ্ট হওয়ায় 

    মহারাষ্ট্র পুলিশকে ভর্ৎসনাও করেছে আদালত। ২০২৩ সালের ১৩ মে সংঘর্ষের সময় গুরুতর জখম হয়েছিলেন ১৭ বছরের নাবালক আফজল মহম্মদ শরিফ। তিনি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা ও পক্ষপাতদুষ্ট তদন্তের অভিযোগ তুলে 

    বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। যদিও পরে তাঁর আবেদন খারিজ হয়ে যায়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শরিফ। তাঁর আবেদনের ভিত্তিতে সিট গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
  • Link to this news (বর্তমান)