রাহুল গান্ধীর ‘ভোটচুরি’র প্রমাণ বিদেশে তৈরি, অভিযোগ বিজেপির
বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি: গত লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা আসনে ‘ভোট চুরি’ হয়েছে। কয়েকদিন আগেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই তথ্য তুলে ধরেন রাহুল গান্ধী। সেই সব তথ্য-প্রমাণ নাকি বিদেশ থেকে তৈরি করা। বৃহস্পতিবার এমনই অভিযোগ করল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, রাহুল গান্ধীর ‘ভোট চুরি’ প্রচারের ‘চিত্রনাট্য ও সংলাপ’ বিদেশ থেকে আমদানি করা। এবং তাঁর ‘অকাট্য প্রমাণ’ তাঁদের কাছে আছে। বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি এক্স হ্যান্ডলে দাবি করেছেন, ‘৭ আগস্ট রাহুল গান্ধীর ভোট চুরি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। সেই সম্মেলনের পর রাহুল গান্ধী ডট ইন ওয়েব সাইটে ইংরেজি, হিন্দি ও কানাডায় পিডিএফ আপলোড করা হয়েছিল। সেই পিডিএফেই মায়ানমারের টাইমজোন পাওয়া গিয়েছে।’ একই অভিযোগ করে বিজেপির আরেক মুখপাত্র শাহজাদ পুনাওয়ালার বক্তব্য, বিদেশ থেকে কে স্ক্রিপ্ট লিখে দিচ্ছেন, তা প্রকাশ করুক রাহুল গান্ধী। যদিও বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস। অন্যদিকে, এদিনই ভোট চুরি সংক্রান্ত আরও ‘বড়সড় প্রমাণ’ আনবেন বলে দাবি করেছেন রাহুল গান্ধী।