বিশেষ সংবাদদাতা. রায়পুর: ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে নিরাপত্তা বাহিনীর সাফল্য। গড়িয়াবন্দ জেলায় বৃহস্পতিবার বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু ১০ মাওবাদীর। রায়পুর রেঞ্জের পুলিসের আইজি অমরেশ মিশ্র জানিয়েছেন, মৈনপুর থানার অন্তর্গত একটি জঙ্গলে এদিন অভিযানে গিয়েছিল বাহিনী। সেখানে দুপক্ষের সংঘর্ষ বেধে যায়। অভিযান এখনও চলছে। এই
অভিযানে স্পেশাল টাস্ক ফোর্স, সিআরপিএফের কোবরা ব্যাটালিয়ন সহ রাজ্য পুলিসের কর্মীরা রয়েছেন। আইজি
আরও জানান, বৃহস্পতিবার সকালে নারায়ণপুর জেলায় ১৬ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। এদিকে, দান্তেওয়াড়া জেলায় মাওবাদীদের হামলায় জখম হলেন দুই জওয়ান।
পুলিশ জানিয়েছে, ইন্দ্রাবতী নদীর সাতধার সেতুর কাছে আইইডি পুঁতে রেখেছিল মাওবাদীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ সিআরপিএফ-এর ১৯৫ নম্বর ব্যাটেলিয়নের একটি দল মালেওয়াহি থানার ক্যাম্প থেকে ওই এলাকায় টহল দিচ্ছিল। আচমকা আইইডি বিস্ফোরণ হয়। আহত হন ইন্সপেক্টর দেওয়ান সিং গুর্জর ও কনস্টেবল আলম মুনেশ। দু’জনেই ১৯৫ নম্বর ব্যাটেলিয়নের সদস্য। জানা গিয়েছে, ঘটনার পরেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অবস্থা স্থিতিশীল।