নয়াদিল্লি: বিগত কয়েক মাসে একাধিকবার বিদেশে গিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কিন্তু, নিরাপত্তা বা সুরক্ষা বিধির তোয়াক্কা করেননি। লোকসভার বিরোধী দলনেতাকে চিঠি পাঠিয়ে এমনই ‘অভিযোগ’ জানিয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্স (সিআরপিএফ)। একই চিঠি বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকেও পাঠিয়েছেন তারা। যদিও কংগ্রেস এই চিঠিকে ভয় দেখানোর কৌশল বলে মনে করছে। দলের নেতা পবন খেরা বলেছেন, খুব শীঘ্রই ভোটে কারচুপি নিয়ে বড়সড় তথ্য সামনে আনার কথা জানিয়েছেন রাহুল। এমন সময়ে বিধিভঙ্গের এই চিঠি বিরোধী দলনেতাকে ভয় দেখানোর চেষ্টা নয় তো?
জানা গিয়েছে. সিআরপিএফের ভিভিআইপি নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ আধিকারিক সুনীল জুন ওই চিঠি পাঠিয়েছেন। তাঁর অভিযোগ, সুরক্ষা বিধির তোয়াক্কাই করছেন না রাহুল। বেশিরভাগ ক্ষেত্রেই নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সিকে কিছু না জানিয়ে তিনি বিদেশে চলে যাচ্ছেন। গত বছরের শেষ থেকে বিরোধী দলনেতার ইতালি, ভিয়েতনাম, দুবাই, কাতার, লন্ডন ও মালয়েশিয়া সফরে গিয়েছিলেন। কিন্তু, সিআরপিএফের ইওলো বুকে উল্লেখ করা নিরাপত্তা প্রটোকল মেনে চলেননি। এই প্রথম নয়, এর আগে ২০২২ সালেও রাহুলকে একইরকম চিঠি পাঠানো হয়েছিল। সেবার সিআরপিএফ জানিয়েছিল, ২০২০ সাল থেকে ১১৩ বার নিরাপত্তা প্রটোকল ভেঙেছেন রাহুল। প্রসঙ্গত, কংগ্রেস সাংসদ সর্বোচ্চ মাত্রার জেড প্লাস নিরাপত্তা পান।