শ্রীনগর: পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত তিন জঙ্গিকে আশ্রয় দেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছিল এনআইএ। অভিযুক্ত বশির আহমেদ ও পারভেজ আহমেদের পলিগ্রাফ ও নারকো টেস্টের আর্জি জানিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা। তবে সেই আর্জি খারিজ করল জম্মুর বিশেষ আদালত। বিচারকের যুক্তি, অভিযুক্তদের সম্মতি ছাড়া এধরনের পরীক্ষায় অনুমতি দেওয়া যায় না। তাতে তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়।
এনআইএ কোর্টে দাবি করেছিল, দুই অভিযুক্ত পরীক্ষার জন্য রাজি হয়েছে। যদিও আদালতে ধৃতরা দাবি করে, তারা কোনওভাবেই এই পরীক্ষায় অংশ নিতে রাজি নয়। এরপরই আদালত তদন্তকারী সংস্থার আর্জি খারিজ করে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার আগে এই দু’জনই তিন জঙ্গিকে আশ্রয়, খাবার দিয়েছিল বলে অভিযোগ। গত ২৬ জুন তাদের গ্রেপ্তার করা হয়।