আইজলে রেল যোগাযোগের মধ্যে দিয়ে উত্তর-পূর্বে উন্নয়নের জোয়ার, বার্তা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের
বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি: আমূল পরিবর্তন আসছে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায়। দেশের রেল মানচিত্রে যুক্ত হচ্ছে আইজল। একটা সময় যে উত্তর-পূর্ব ভারতকে মনে করা হতো এক দূরবর্তী অঞ্চল। উন্নয়নের অপেক্ষায় থাকত উত্তর- পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বসবাসকারী মানুষজন। সেই চিত্রপটে আমূল বদল এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে। কারণ, তিনিই সূচনা করেছিলেন ‘অ্যাক্ট ইস্ট’ নীতির। তারই সাফল্য হিসেবে আগামী কাল, শনিবার বৈরাবি-সায়রাং রেলপথের উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার এক বার্তায় তিনি জানিয়েছেন, ৮০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ৫১ কিলোমিটারের প্রকল্পটি এই প্রথম আইজলকে যুক্ত করবে জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে। পাশাপাশি সায়রাং থেকে দিল্লি (রাজধানী এক্সপ্রেস), কলকাতা (মিজোরাম এক্সপ্রেস) এবং গুয়াহাটি (আইজল ইন্টারসিটি) পর্যন্ত তিনটি ট্রেনের যাত্রার সূচনাও করবেন প্রধানমন্ত্রী। এই অঞ্চলের জন্য রেলে বাজেট বরাদ্দ দ্বিতীয় ইউপিএ জমানার তুলনায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র এই আর্থিক বছরে ১০ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দুর্গম মিজোরামকে রেলপথে যুক্ত করতে ১৪৩টি সেতু এবং ৪৫টি টানেল নির্মাণ করেছেন ইঞ্জিনিয়াররা।
গোটা দেশে রেল যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তনের প্রসঙ্গও উল্লেখ করেছেন রেলমন্ত্রী। জানিয়েছেন আইজলে নতুন ট্রেন চালু হলে দিল্লি, কলকাতা ও গুয়াহাটিতে যাতায়াত সহজ হবে। সহজ হবে খাদ্যশস্য ও সারের মতো অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণ। ফলে উপকৃত হবেন কৃষকরা। পাশাপাশি জোয়ার আসবে পর্যটন শিল্পেও। চাঙ্গা হবে স্থানীয় ব্যবসা। যুব সমাজের কাছে তৈরি হবে কর্মসংস্থানের নতুন সুযোগ। মিজোরামের পাশাপাশি উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যেও এসেছে উন্নয়নের ছোঁয়া। অসমে টাটার সেমিকন্ডাক্টর কারখানা, অরুণাচল প্রদেশে টাটো জলবিদ্যুৎ প্রকল্প এবং বগিবিল রেল-কাম-রোড ব্রিজের মতো প্রকল্পগুলি বদলে দিয়েছে এই অঞ্চলের ইতিহাস। পাশাপাশি গুয়াহাটিতে এইমস এবং ১০টি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর চিকিৎসা পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।
দেশজুড়ে একশোটিরও বেশি অমৃত ভারত স্টেশনের উদ্বোধনের কথাও উঠে এসেছে রেলমন্ত্রীর বার্তায়। জানিয়েছেন, এমন আরও ১২০০ স্টেশন তৈরি হবে। ১৫০টিরও বেশি বন্দে ভারত এক্সপ্রেস যে যাত্রী স্বাচ্ছন্দ্যে নতুন মাত্রা যোগ করেছে, সেই গর্বও উঠে এসেছে তাঁর কলমে।