• মণিপুরে মোদির সফরের আগে বিজেপি ত্যাগ ৪৩ জন নেতার
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ইম্ফল: প্রধানমন্ত্রীর সফরের দু’দিন আগে মণিপুরে ধাক্কা বিজেপির। বৃহস্পতিবার ফুংইয়ার বিধানসভা আসনে গণ ইস্তফা দলের নেতাদের। সেখানকার ৪৩ জন দল থেকে ইস্তফা দিলেন। ২০২৩ সাল থেকে জাতি  হিংসায় উত্তপ্ত মণিপুর। তারপর থেকে প্রথমবার সে রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এই আবহে উখরুল জেলায় বিজেপির এই ভাঙন দলে অস্বস্তি বাড়িয়েছে। 

    জানা গিয়েছে, ফুংইয়ার মণ্ডল সভাপতি, মহিলা, যুব ও কিষাণ মোর্চার সভাপতি ও বুথ স্তরের একাধিক নেতৃত্ব ইস্তফা দিয়েছেন। কেন আচমকা নাগা সংখ্যা গরিষ্ঠ এই আসন থেকে একযোগে দল ছাড়লেন তাঁরা? ওই নেতাদের অভিযোগ, দলের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। দলে যথাযথ গুরুত্ব পান না গ্রামীণ নেতৃত্ব। পাশাপাশি সমন্বয় ও যোগাযোগেরও অভাব রয়েছে। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, ‘আমাদের আনুগত্য সবসময় দলের আদর্শের প্রতি অটুট ছিল। তবে বর্তমান পরিস্থিতি আমাদের উদ্বিগ্ন করে তুলছে। আমরা মণিপুরবাসীর কল্যাণে সবসময় কাজ করব।’ অন্যদিকে, বিজেপির মণিপুর শাখা দাবি করেছে, এই নেতারা ২০২২ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই দলবিরোধী নানা কাজকর্ম করতেন। দলের সহসভাপতি আওং শিমরাই হোপিংসন একে ‘প্রচার পাওয়ার সস্তা চেষ্টা’ বলে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, ‘এই সিদ্ধান্ত 

    কেবল কয়েকজন ব্যক্তির ব্যক্তিগত হতাশা ও উচ্চাকাঙ্খার প্রতিফলন, দলের আসল অবস্থা নয়।’ এই সফরে মোদি উত্তর-পূর্বের এই রাজ্যে সাড়ে আট হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, চূড়াচাঁদপুরের পিস গ্রাউন্ড থেকে ৭,৩০০ কোটি টাকা ও ইম্ফল থেকে ১,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী।
  • Link to this news (বর্তমান)