‘আমাকে বদনাম করার চেষ্টা চলছে’, ইথানল দুর্নীতি নিয়ে গাদকারির মন্তব্যে জল্পনা
বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আমাকে বদনাম করার জন্য রাজনৈতিক চক্রান্ত চলছে। এমনই দাবি সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গাদকারির। ২০১৪ সাল থেকে তিনি সবথেকে বেশি পেট্রলের সঙ্গে ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহারের পক্ষে সওয়াল করেছেন। আবার তাঁর দুই পুত্রই দেখা গিয়েছে ইথানল উৎপাদনকারী সংস্থার মালিক। যাদের একটি সংস্থার আবার মুনাফা এক বছরের মধ্যে ১৮ কোটি টাকা থেকে হয়ে গিয়েছে ৫২৩ কোটি টাকা।
বিরোধীদের অভিযোগ, নীতীন গাদকারির আগ্রাসী এই প্রমোশনের জেরে বর্তমানে পেট্রলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মিশ্রিত করা হয়। অথচ পেট্রলের দাম কমেনি। অর্থাৎ একদিকে ইথানল মেশানো পেট্রল কিনতে বাধ্য হয়েছে সাধারণ মানুষ। অথচ পেট্রলের দাম আগে যা ছিল, সেটাই নেওয়া হচ্ছে। তাহলে ২০ শতাংশ ইথানল মিশ্রিত হওয়ার সুবিধা আমজনতা পাচ্ছে না কেন? এই নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছে কয়েকজন। যদিও সেই আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার নীতীন গাদকারি বলেছেন, ইথানল নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে সেটি টাকার বিনিময়ে প্রচারের একটি চক্রান্ত। আমাকে বদনাম করার জন্য এই রাজনৈতিক ষড়যন্ত্র। কিন্তু এই প্রচার ব্যর্থ হয়েছে। পেইড ক্যাম্পেন কে করছে? কারা করছে? নীতীন গাদকারি কিন্তু সেই নিয়ে কোনও মন্তব্য করেননি। তিনি বলেছেন, অভিযোগ সম্পূর্ণ অসত্য। প্রচারও উদ্দেশ্যপ্রণোদিত। বরং ইথানল ব্যবহারের জন্য কার্বন নিঃসরণের পরিমাণ কমছে। আমাদের দেশের কৃষকরাও প্রভূত উপকৃত হচ্ছে। আর ইথানলের জেরে দূষণ যে কমে যায় অনেকটাই সেটা গোটা বিশ্ব স্বীকার করেছে।