• পুজোর মুখে টোটোর দৌরাত্ম্যে নাজেহাল গঙ্গারামপুর শহরবাসী
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: জমজমাট পুজোর বাজারে গঙ্গারামপুর শহরে বাড়ছে টোটোর দাপট। পুজোর আগেই টোটো চলাচলে নিয়ন্ত্রণের দাবি উঠছে। গঙ্গারামপুর শহরে বিকেল থেকেই পুজোর কেনাকাটা করতে বেরিয়ে পড়ছেন শহরবাসী। তবে টোটোর দাপটে অতিষ্ঠ সাধারণ মানুষ সহ ব্যবসায়ীরা। গঙ্গারামপুর চৌপথী থেকে বাসস্ট্যান্ড ও তপন রোডে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকছে টোটো। এমনকী, সাধারণের চলাচলের ফুটপাতও দখল করে দাঁড়িয়ে পড়ছে টোটো। এবিষয়ে গঙ্গারামপুরের ট্রাফিক ওসি রজত প্রধান বলেন, সিভিক ভলান্টিয়ার বৃদ্ধি করা হয়েছে ইতিমধ্যে। পুজোর মুখে টোটো নিয়ন্ত্রণে আমরা একগুচ্ছ পরিকল্পনা নিয়েছি। যাতে পুজোর মুখে কোনওভাবে যানজট না হয় শহরের বুকে। 

    শহরের বুকে জাতীয় সড়কের দু’ধারও কার্যত টোটোর পার্কিং জোন হয়ে উঠেছে। ফলে পুজোর মুখে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।  শহরবাসীর আশঙ্কা, পুজোর মুখে টোটোর নিয়ন্ত্রণ করতে না পারলে দুর্ভোগে পড়বেন দর্শনার্থীরা। গতবছর পুজোয় শহরে নো এন্ট্রি থাকা সত্ত্বেও টোটো চলাচল নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশ। ফলে শান্তিমতো হেঁটে প্রতিমা দর্শন করতে পারেননি দর্শনার্থীরা। এবারে যাতে সেই পরিস্থিতি না হয়, সেজন্য পুজোর আগেই টোটোর নিয়ন্ত্রণ চাইছেন শহরবাসী। গঙ্গারামপুর শহরের বাসিন্দা সর্বজিৎ গুহ বলেন, শহরে মানুষের থেকে টোটোর সংখ্যা বেড়ে গিয়েছে। তপন রোড ও চৌপথী থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত পা ফেলার জায়গা থাকছে না। টোটোর জন্য পুজোয় ঠিক করে ঘোরা যায় না। পুজোর আগেই পদক্ষেপ নিক ট্রাফিক পুলিশ।  গঙ্গারামপুরে চৌপথি   এলাকায় জাতীয় সড়কে দাঁড়িয়ে টোটো।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)