মৃন্ময় বসাক, কালিয়াগঞ্জ: হিংসা-বিদ্বেষ নয়, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এবং দেশভাগের যন্ত্রণাময় স্মৃতি তুলে ধরছে কালিয়াগঞ্জের নসিরহাট হরিহরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি। ৫৬ তম বর্ষে তাদের পুজোর থিম ‘ভালোবাসা আলাদিন’। এখানে দেবী দুর্গাকে আলাদিনের আশ্চর্য প্রদীপের জিন হিসেবে দেখানো হবে। যিনি প্রতিটি মানুষের দুঃখ দুর্দশা মিটিয়ে দেবেন।
পুরো থিম তুলে ধরতে কলকাতার শিল্পীরা দিনরাত এক করে কাজ করছেন। টিন, কাঠ, বাঁশ, প্লাইউড, শোলা দিয়ে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। দেশভাগের পর ভিটেমাটি ছাড়ার যন্ত্রণা, এপারে চলে আসার দুঃখ বেদনা যেমন মণ্ডপে তুলে ধরা হবে, তেমনি শান্তির বার্তাও দেওয়া হবে। হিংসা-দ্বেষ ভুলিয়ে দিতে পারে ভালোবাসার সম্পর্ক। সেই শান্তির বাণীকেই মানুষের কাছে এবছর পুজো মণ্ডপের মাধ্যমে তুলে ধরতে চাইছেন পুজো কর্তারা। দেবী দুর্গা আলাদিন হয়ে মানুষের মনে ভালোবাসার উদয় ঘটাবেন।
পুজো কমিটির সদস্য শুভদীপ সরকার বলেন, দেশভাগের ফলে ভিটেমাটি ছেড়ে অনেকে এপারে চলে আসেন। ঘরছাড়া হন বহু মানুষ। এখনও বহু দেশে যুদ্ধ চলছে। ঘরছাড়া হচ্ছেন বহু মানুষ। দেশের অন্দরেও হিংসা-বিদ্বেষের কারণে ঘরছাড়া হতে হচ্ছে অনেক মানুষকে। জীবনের দুঃখ কষ্ট থেকে রক্ষা পেতে মা দুর্গার শরণাপন্ন হওয়ার দৃশ্য ফুটিয়ে তোলা হবে পুজো মণ্ডপে। জীর্ণ জমিদারবাড়িতে দেবী দুর্গা সপরিবারে থাকবেন। পুজো কমিটির আরেক সদস্য তপন সরকার বলেন, ‘ভালোবাসা আলাদিন’ আমাদের কাছে আশার আলো। ভালোবাসার বন্ধনে বেঁধে দেবী দুর্গা হিংসা বিদ্বেষ দূর করে শান্তি ফিরিয়ে আনুক, এই বার্তাই ছড়িয়ে দেওয়া হবে। নিজস্ব চিত্র