সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরে পুরসভা এবং মৌলপুর গ্রামীণ হাসপাতালগামী রাজ্য সড়কের বাচামারি মোড়ের একাংশে জমা জলে বাড়ছে ভোগান্তি। স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলার কয়েক মিনিটের ভিডিও করে পূর্ত দপ্তর সহ জেলা প্রশাসনকে অভিযোগ জানান। তবুও পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল,পুরসভা, থানা যাতায়াতের জন্য ওই রাজ্য সড়ক কার্যত লাইফলাইন। বৃষ্টি হলে বাচামারির অংশে চারশো মিটারের বেশি জুড়ে জল জমে দুর্ভোগ বাড়ছে। নিকাশিনালা করলেও জল যাচ্ছে না বলে দাবি। ভুক্তভোগী বাসিন্দা মানিক কুন্ডু এবং রঞ্জিত রায় বলেন, নিকাশিনালা দিয়ে সোজা জল চলে যাওয়ার কথা। দেখা যাচ্ছে, জল উপচে পড়ছে রাস্তায়। দুর্গন্ধের পাশাপাশি মশার উপদ্রব বেড়ে গিয়েছে। পুরসভায় লিখিত অভিযোগ করা হলেও সমস্যা মেটেনি। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলার শক্রঘ্ন সিনহা বর্মা সমস্যার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। বলেন, অসুবিধার কথা বাসিন্দারা জানিয়েছেন। বেশি জল জমলে পুরসভা থেকে পাম্প লাগিয়ে বের করে দেওয়া হয়। রাস্তাটি পুরসভার অধীনে নয়। সেজন্য জল জমার ভিডিও করে পূর্ত দপ্তরের আধিকারিককে পাঠিয়েছি। জেলা প্রশাসনের আধিকারিকদেরও দিয়েছিলাম। পুরাতন মালদহের পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিভর মজুমদার বলেন, ওই নিকাশিনালা সংলগ্ন এলাকায উঁচু, নিচু বলে জল জমে থাকছে। নিকাশিনালা করেও সমস্যার সমাধান হয়নি। জল বের হতে অনেকটাই সময় লাগছে। কিছুটা অংশ উঁচু করে জল বের করার ব্যবস্থা করা হবে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। রাস্তার একাংশে জল জমে রয়েছে।-নিজস্ব চিত্র