তোলা না পেয়ে রাস্তার কাজ বন্ধ করলেন তৃণমূল নেতা!, অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক মাথাভাঙায়
বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-২ ব্লকের রুইডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার ডাউয়াগুড়িতে রাস্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে এলাকায় যায় ঘোকসাডাঙা থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে ফের শুরু হয় রাস্তার কাজ। ব্লক তৃণমূল নেতৃত্বের দাবি, ওই পঞ্চায়েত সদস্য বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কাছ থেকে তিন লক্ষ টাকা দাবি করেছিলেন। কিছু টাকা নিয়েছেন। আরও টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় এদিন লোকজন নিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেন। যদিও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ওই পঞ্চায়েত সদস্য।
মাথাভাঙা-২ ব্লকের রুইডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম ডাউয়াগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের টাকায় ২৪০০ মিটার পেভার্স ব্লকের রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। এজন্য বরাদ্দ করা হয়েছে ২ কোটি ৮২ লক্ষ টাকা। অভিযোগ, কাজ শুরুর পর থেকেই স্থানীয় পঞ্চায়েত সদস্য মনিরুল হক ঠিকাদারি সংস্থার কাছে টাকার দাবি করে আসছেন। ইতিমধ্যে এক দফায় টাকা নিয়েছেন। আরও টাকা চেয়ে না পাওয়ায় এদিন কাজ বন্ধ করে দেন।
তৃণমূলের মাথাভাঙা-২ ব্লক সভাপতি খোকন দে বলেন, মনিরুল প্রথম থেকেই রাস্তার কাজে সমস্যা তৈরি করছেন। ঠিকাদারি সংস্থা নির্দিষ্ট সিডিউল মেনে কাজ করছে। আমরা সেই কাজ দেখে এসেছি। মনিরুল ঠিকাদারি সংস্থার কাছে টাকা চেয়েছেন। যেটুকু জেনেছি কিছু টাকা নিয়েছেন। ফের টাকা চেয়েছিলেন। সেই টাকা না পাওয়ায় এদিন অনুগামীদের নিয়ে কাজ বন্ধ করে দেন। পঞ্চায়েত সদস্য মনিরুল হক বলে, আমি কারও কাছে টাকা চাইনি। টাকা নেওয়ার প্রশ্নও ওঠে না। নেতৃত্ব আমাকে কাজ দেখভালের জন্য মজুরি পাইয়ে দেওয়ার কথা বলেছিল। আমি যদি টাকা নিয়ে থাকি তাহলে প্রমাণ দিক। রাস্তার কাজের মান ঠিক না থাকায় এদিন কাজ বন্ধ করা হয়েছিল। সিডিউল মেনে কাজ করলে আমরা কোন সমস্যা তৈরি করব না। রাস্তার কাজ বন্ধ নিয়ে এলাকায় উত্তেজনা। - নিজস্ব চিত্র।