পুজোয় শহর ঝাঁ চকচকে রাখতে ঝাঁপাচ্ছে শিলিগুড়ি পুরসভা, আজ নতুন ৫টি ট্রাক্টর নামবে রাস্তায়, বিকেলেও হবে বিশেষ সাফাই অভিযান
বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পুজোয় ‘বাণিজ্যনগরী’ শিলিগুড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ঝাঁপাচ্ছে পুরসভা। আজ, শুক্রবার তারা আরও পাঁচটা ট্রাক্টর নামাবে। সেগুলি দিয়ে জঞ্জাল বোঝাই ট্রলি ড্রাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাবে। শুধু তাই নয়, প্রতিটি ওয়ার্ডে বিকেলে সাফাই অভিযান চলবে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ঝাঁ চকচকে রাখা হবে। পুজোর ক’দিন দু’বেলা বিভিন্ন পুজো মণ্ডপের সামনে চলবে সাফাই অভিযান। প্রাথমিকভাবে এরকম পরিকল্পনা করেছে জঞ্জাল অপসারণ ও সাফাই বিভাগ। ইতিমধ্যে তারা এমন পরিকল্পনা মেয়রের কাছে জমাও দিয়েছে।
মেয়র গৌতম দেব বলেন, আগের তুলনায় বর্তমানে শহর অনেক পরিচ্ছন্ন। এর কৃতিত্ব জঞ্জাল অপসারণ ও সাফাই বিভাগের। পুজোতেও শহর ঝাঁ চকচকে রাখতে সংশ্লিষ্ট বিভাগ কিছু পরিকল্পনা নিয়েছে। তা বাস্তবায়িত করা হবে।
শহরের পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ সব দিকেই আছে অসংখ্য বাজার। পুজোয় শহর ঝাঁ চকচকে রাখতে পুরসভা তৎপর। পুরসভা সূত্রের খবর, আজ নতুন পাঁচটি ট্রাক্টর রাস্তায় নামানো হবে। পুরভবনে আনুষ্ঠানিকভাবে সেগুলির ফ্ল্যাগ অব করবেন মেয়র। জঞ্জাল অপসারণ ও সাফাই বিভাগের মেয়র পারিষদ মানিক দে বলেন, নিয়মিত জঞ্জাল সাফাই করতে বেশকিছু ট্রিপার, ১০টি ট্রাক্টর, ২০টি ট্রলি সহ বেশকিছু গাড়ি রয়েছে। ২০টি ট্রলির মধ্যে ছ’টি বিভিন্ন বাজারে রাখা আছে। শহরের বিভিন্ন এলাকা থেকে বর্জ্য তুলে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য ওই ট্রাক্টরগুলি কাজে লাগানো হয়। কিন্তু ট্রাক্টরের অভাবে বিভিন্ন বাজারের সামনে রাখা ট্রলি নিয়মিত ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া যাচ্ছিল না। নতুন পাঁচটি ট্রাক্টর নামার পর সেই সমস্য কিছুটা হলেও লাঘব হবে। পুরসভায় ট্রাক্টরের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৫টি।
শুধু তাই নয়, ৪৭টি ওয়ার্ডেই বিশেষ সাফাই অভিযান চালানো হবে। বাড়ি থেকে সংগ্রহ করা হবে জঞ্জাল। এখন সকাল ও দুপুরে রাস্তার ধার থেকে জঞ্জাল সাফাই করা হয়। বাজার এলাকায় নাইট সার্ভিস চালু রয়েছে। পুজো উপলক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে বিকেলেও জঞ্জাল সাফাই করা হবে।
মানিকবাবু বলেন, ওয়ার্ডে ওয়ার্ডে এই বিশেষ অভিযান চালানোর জন্য বিশেষ টিম গড়া হচ্ছে। এছাড়া হিলকার্ট রোড, সেভক রোড, বর্ধমান রোড, এসএফ রোড, বিধান রোড, নিবেদিতা রোড কালীপুজো পর্যন্ত ঝাঁ চকচকে রাখা হবে। রাস্তার ডিভাইডার কিংবা দু’পাশে নালার ধারে ঘাস, জঞ্জল, বালি, আবর্জনা কিছু রাখা যাবে না। এই নির্দেশ সাফাই কর্মীদের দেওয়া হয়েছে। পুজোর ক’দিন বিভিন্ন মণ্ডপের সামনেও দু’বেলা সাফাই অভিযান চালানো হবে।