• ডুয়ার্সের চা বাগানে ২০ শতাংশ হারে বোনাসের টাকা দেওয়া শুরু
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রাখল উত্তরের চা শিল্প মহল। ২০ শতাংশ হারে বোনাস দেওয়া শুরু ডুয়ার্সে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা মিলিয়ে ইতিমধ্যে ১৫টি বাগানে বোনাস দেওয়া হয়েছে। বিশ্বকর্মা পুজোর আগেই প্রায় সমস্ত বাগানে বোনাস পর্ব মিটে যাবে বলে জানানো হয়েছে বাগান মালিকদের সংগঠনের তরফে। রাজ্যের উদ্যোগে ২০ শতাংশ হারে বোনাস পেয়ে খুশি শ্রমিকরা। মাঝেরডাবরি চা বাগানের জেনারেল ম্যানেজার চিন্ময় ধর বলেন, রাজ্য সরকারের অ্যাডভাইসরি মেনে আমরা ১৮৭০ জন শ্রমিককে ২০ শতাংশ হারে বোনাস দিয়েছি।

    ডুয়ার্সে ইতিমধ্যেই ২০ শতাংশ হারে বোনাস হয়েছে মাঝেরডাবরি, জুরান্তি, মেচপাড়া, ঘাটিয়া, লক্ষ্মীকান্ত, সরস্বতীপুর, ইনডং বাগানে। ১৬ সেপ্টেম্বর বোনাসের দিন ধার্য করেছে জলপাইগুড়ির করলাভ্যালি চা বাগান কর্তৃপক্ষ। ১৭ তারিখ অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন বোনাস দেওয়ার কথা চৌলিবাড়ি চা বাগানে। বোনাস দেওয়া শুরু হতেই জমে উঠেছে চা বাগানের হাটগুলি। চলছে পুজোর কেনাকাটা।

    ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের ডুয়ার্স শাখার সচিব রামঅবতার শর্মা বলেন, আলিপুরদুয়ার জেলায় ইতিমধ্যেই বেশ কয়েকটি বাগানে ২০ শতাংশ হারে বোনাস দেওয়া হয়েছে। ১৫ তারিখের মধ্যে আরও অনেক বাগানে বোনাস পর্ব মিটে যাবে। চা বাগান মালিকদের ওই সংগঠনের উপদেষ্টা অমৃতাংশু চক্রবর্তী বলেন, বোনাস পর্ব সুষ্ঠুভাবে চলছে। আশা করছি, বিশ্বকর্মা পুজোর আগেই আমাদের সংগঠনভুক্ত বেশিরভাগ বাগানে ২০ শতাংশ হারে বোনাস দেওয়া হয়ে যাবে।

    শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে চাপানউতোরের জেরে একের পর এক বৈঠক ভেস্তে যাওয়ার পর বোনাস নির্ধারণ। এতদিন এটাই ছিল চেনা ছবি। কিন্তু রাজ্যের উদ্যোগে এবার বদলে গিয়েছে সেই চিত্র। ২০ শতাংশ হারে চা শ্রমিকদের বোনাস দিতে হবে বলে অ্যাডভাইসরি জারি করেছে রাজ্য। তাতে সই করেছে চা বাগান মালিকপক্ষ। রাজ্যের এই উদ্যোগে বিরোধী রাজনৈতিক দলগুলি কার্যত চুপসে গিয়েছে। কারণ, চা বাগানের বোনাস ইস্যুতে এবার মাথা গলানোর সুযোগ পায়নি তারা। এই পরিস্থিতিতে বিরোধী শ্রমিক সংগঠনের কেউ কেউ বাগান মালিকদের একাংশকে উস্কে বোনাস নিয়ে জট তৈরির চেষ্টায় ময়দানে নেমেছিলেন বলে অভিযোগ। বিষয়টি কানে যেতেই বুধবার জলপাইগুড়ির এবিপিসি মাঠের সভা থেকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। এদিকে, মুখ্যমন্ত্রীর বার্তার পরই ডুয়ার্সে বাগানে বাগানে ২০ শতাংশ বোনাস দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কিছু বাগান কিস্তিতে বোনাস মেটানোর আর্জি জানিয়ে চিঠি দিয়েছে রাজ্যের শ্রমদপ্তরে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)