সংবাদদাতা, বর্ধমান: গলসি থানার কোঁদাইপুরে ষোলোআনা কমিটির পুকুরে মাছ ধরায় সালিশিতে ৩০ হাজার টাকা জরিমানা ও অপমানের জেরে আত্মঘাতী হয়েছেন এক যুবক। মৃতের নাম পলাশ সাঁতরা(২৩)। তাঁর বাড়ি কোঁদাইপুরেই। তিনি মাছ চাষের পাশাপাশি রংমিস্ত্রির কাজ করতেন। বুধবার রাতে ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের লোকজন। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে গলসি থানা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গ্রামের ষোলোআনা কমিটির পুকুরে ভাগে মাছ চাষ করতেন পলাশ। ঘটনার দিন দুপুরে তিনি ছিপ দিয়ে পুকুর থেকে একটি মাছ ধরেন। তা জানতে পারে ষোলোআনা কমিটি। সেদিন সন্ধ্যায় গ্রামের মন্দিরে সালিশি সভা ডাকা হয়। পলাশ ও তাঁর বাবাকে হাজির থাকতে বলা হয়। সেখানে মাছ ধরার জন্য পলাশকে চরম অপমান করা হয় বলে পরিবারের দাবি। মৃতের কাকা বিপুল সাঁতরা বলেন, পলাশ পুকুর থেকে ছিপ দিয়ে একটি মাছ ধরেছিল। সেজন্য ষোলোআনা কমিটির সালিশিতে অপমান করা হয়। ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সালিশি থেকে ফেরার কিছুক্ষণ পর ভাইপো গলায় গামছার ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে।
মঙ্গলকোটে কীটনাশক খেয়ে বধূ আত্মঘাতী: মঙ্গলকোট থানার বারুইপাড়ায় শ্বশুরবাড়িতে কীটনাশক খেয়ে দোলন মাঝি(২৫) নামে এক বধূ আত্মঘাতী হয়েছেন। তাঁর বাপেরবাড়ি ভাতারের বড়বেলুনে। কিছুদিন আগে কীটনাশক খাওয়া অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার এক যুবকের সঙ্গে তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন। এনিয়ে সালিশিও বসে। সালিশিতে দু’জনকে সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা বলা হয়। তারপরও দু’জনের সম্পর্কে ছেদ পড়েনি। কীটনাশক খাওয়ার দিন যুবকের পরিবারের লোকজন ও তাঁর এক বন্ধু এসে দোলনকে অপমানসূচক কথা বলে। এমনকী, তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। তার জেরেই তিনি কীটনাশক খান বলে মৃতার স্বামী জানিয়েছেন।
ভাতারে কীটনাশক খেয়ে যুবক আত্মঘাতী: ভাতার থানার পাটনা গ্রামে কীটনাশক খেয়ে সাইফুরউদ্দিন মোল্লা(২২) আত্মঘাতী হয়েছেন। দিনকয়েক আগে বাইরে থেকে কীটনাশক খেলে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে মারা যান।
মেমারিতে মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে মহিলার মৃত্যু: মেমারির বেলুটে মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে সরস্বতী সাধুখাঁ(৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মাত্রাতিরিক্ত বিভিন্ন ধরনের ওষুধ খান। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
মঙ্গলকোটে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু: মঙ্গলকোট থানার দুরমুট গ্রামে সাপের কামড়ে রোজিনা খাতুন(১১) নামে এক তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে টিউশন পড়ে বাড়ি ফেরার পথে তাকে সাপে কামড়ায়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে সে মারা যায়।
গলসিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু: গলসি থানা এলাকায় কাজ করার সময় দেওয়াল চাপা পড়ে শেখ লালন(৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি আউশগ্রাম থানার সরগ্রামে। বুধবার দুপুরে একটি বাড়ির পাশে মাটি খোঁড়ার সময় আচমকা তাঁর গায়ে দেওয়াল ধসে পড়ে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ঘণ্টাখানেক পর তিনি মারা যান। বর্ধমানে ট্রেনে কাটা পড়ে মৃত্যু: বর্ধমান-কাটোয়া লাইনে বর্ধমান থানার বিজয়রাম কালীতলা এলাকায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে কালীচরণ সিং(৪৫) আত্মঘাতী হয়েছেন। তাঁর বাড়ি বিজয়রাম কালীতলাতেই। বুধবার দুপুরে বর্ধমান-কাটোয়া শাখার ট্রেনের সামনে তিনি ঝাঁপ দেন।গলসিতে বাজ পড়ে যুবকের মৃত্যু: গলসি থানার বাত্তা গ্রামে বাজ পড়ে মহাদেব বাগদি(৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে জমিতে কাজ করার সময় বাজ পড়ে।