পিনাকী ধোলে, বোলপুর: আজ, শুক্রবার থেকে বোলপুরে শুরু হচ্ছে ‘নরেন্দ্র কাপ’। বিশ্বভারতীর পল্লি শিক্ষা ভবনের মাঠে এই খেলার আয়োজন করা হয়েছে। এই খেলা সম্পূর্ণ ‘অরাজনৈতিক’ বলে দাবি করা হলেও খেলার আয়োজনে রয়েছেন গেরুয়া শিবিরের নেতারা। বিশ্বভারতীর মতো শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কেন এই খেলার অনুমোদন কর্তৃপক্ষ দিল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বাম ছাত্র সংগঠন এসএফআই। এনিয়ে এসএফআইয়ের সঙ্গে তরজা শুরু হয়েছে গেরুয়া শিবিরের।
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। তার আগে-পিছে দেশজুড়ে রক্তদান শিবির, নিখরচায় স্বাস্থ্য পরিষেবা শিবির, পরিচ্ছন্নতা অভিযান সহ নানা কর্মসূচি নিয়েছে বিজেপি। বাংলায় আয়োজন করা হচ্ছে নরেন্দ্র কাপের। গোটা রাজ্যের পাশাপাশি বোলপুর সাংগঠনিক জেলাতেও এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবারই সেই খেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত তা একদিন পিছিয়েছে। আজ, শুক্রবার নরেন্দ্র কাপের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। ১৮ তারিখে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ হবে। সূত্রের খবর, বোলপুরের বিজেপির মোট ৩৪টি মণ্ডলের কমিটিই মূলত নিজেদের দল নামাবে। মণ্ডলে-মণ্ডলে খেলা হবে। তবে বিজেপি আনুষ্ঠানিকভাবে একে ‘মণ্ডল টিম’ বলছে না। খেলায় কোনও দলীয় পতাকাও তারা রাখছে না।
তবে, বিশ্বভারতীর মাঠে এ খেলার আয়োজন নিয়ে প্রশ্ন তুলছে এসএফআই। সংগঠনের বিশ্বভারতী লোকাল কমিটির সম্পাদক বান্দুলী কারার বলেন, বিশ্বভারতীকে গৈরিকীকরণের চেষ্টা চলছে দীর্ঘদিন ধরেই। এর আগেও আমরা দেখেছি, একটি নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনকে ক্যাম্পাসের অভ্যন্তরে বিশ্ব ভারতী কর্তৃপক্ষ বারংবার নানা সুযোগ সুবিধা দিয়ে আসছে। তারই নবতম সংযোজন এই নরেন্দ্র কাপ!
প্রাক্তন সম্পাদক প্রত্যুষ মুখোপাধ্যায়ের ক্ষোভ, অন্যান্য রাজনৈতিক দল কোনও কর্মসূচিতে লিপ্ত হলে অতিসক্রিয় হয়ে ওঠে কর্তৃপক্ষ। কিন্তু, একটি বিশেষ রাজনৈতিক দল যেভাবে মাঠ ব্যবহারের অনুমতি পেল, তাতে এটা পরিষ্কার যে বিশ্বভারতী কর্তৃপক্ষ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। বিশ্বভারতী যে সেই রাজনৈতিক দলের পক্ষপাতদুষ্ট, তাও প্রমাণিত।