• এসপি অফিসের গেট বন্ধ করায় ধর্নায় বসলেন তামান্নার বাবা-মা
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: তামান্না খুনের ঘটনার ৮১ দিন পেরিয়ে গেলেও এখনও চার্জশিট দাখিল করেনি পুলিশ। তদন্তের অগ্রগতির বিষয়ে দেখা করতে যাওয়ায় এসপি অফিসের গেট বন্ধ করে দেওয়ায় ধর্নায় বসলেন তামান্নার বাবা-মা। পূর্ব নিধার্রিত সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ কৃষ্ণনগর পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যান তামান্নার বাবা-মা। কিন্তু তাঁদের সঙ্গে থাকা সিপিএম নেতাদের ভিতরে ঢুকতে না দেওয়ায় গেটের সামনেই ধর্নায় বসে পড়েন তামান্নার বাবা-মা। 

    প্রসঙ্গত, কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী জয়ী হওয়ার পর দলীয় নেতা-কর্মীরা বিজয় মিছিল করার সময় তাদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় কিশোরী তামান্নার।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, তামান্নার পরিবারের পক্ষ থেকে আগেই পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছিল। সেই অনুযায়ী এদিন তামান্নার মা-বাবা কৃষ্ণনগরে আসেন। তাঁদের সঙ্গে ছিলেন সিপিএমের বর্ষীয়ান নেতা এসএম সাদি, দেবাশিস আচার্য সহ আরও কয়েকজন স্থানীয় নেতা-কর্মী। প্রথমে তামান্নার মা-বাবাকে অফিসের প্রধান দরজা দিয়ে ঢুকতে দেওয়া হলেও বাকিদের ঢুকতে দেওয়া হয়নি। তা দেখে তামান্নার বাবা-মা গেটের বাইরে বেরিয়ে এসে ধর্নায় বসে পড়েন।  তামান্নার মা সাবিনা ইয়াসমিন বলেন, আমরা পুলিশের সঙ্গে কেসের অগ্রগতি নিয়ে কথা বলতে এসেছিলাম। পুলিশ আমাদের আশ্বাস দিয়েছিল যে অফিসের দরজা খোলা থাকবে। আমাদের বলা হয়েছিল এই খুনের ঘটনাকে স্পেশাল কেস হিসেবে চার্জশিট দাখিল করা হবে। গত ১০ সেপ্টেম্বর চার্জশিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্মকর্তারা। কিন্তু আজ ১১ সেপ্টেম্বর, এখনও কিছুই হল না। এদিন আমাদের সঙ্গে আসা কাছের লোকজনকে গেটে ঢুকতে বাধা দেওয়া হয়। তাই বাধ্য হয়ে আমরা ধর্নায় বসেছি। এই পরিস্থিতিতে এক পুলিশ অফিসার ঘটনাস্থলে এসে গেট বন্ধ করার জন্য তামান্নার মা-বাবার কাছে ক্ষমা চান। কিছুক্ষণ পর কৃষ্ণনগর জেলা পুলিশের ডিএসপি শিল্পী পাল ঘটনাস্থলে এসে তাঁদের সঙ্গে কথা বলেন ও অফিসের মধ্যে নিয়ে যান। এ প্রসঙ্গে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) উত্তম ঘোষ জানান, ওনাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করা হবে।
  • Link to this news (বর্তমান)