• বাংলাদেশি সন্দেহে আটকে কপাল খুলল, ঘরে ফিরলেন নিখোঁজ কৃষ্ণ
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, ঘাটাল: ভিন রাজ্যে মাতৃভাষা বাংলাতে কথা বলতে গিয়ে  অনেকেই ‘বিপদে’ পড়ছেন। কিন্তু বাংলাতে কথা বলার সুবাদেই নিজের পরিজনদের কাছে ফেরার সুযোগ পেলেন দাসপুর কুল্টিকুরির বাসিন্দা  এক হারিয়ে যাওয়া যুবক। তাঁর নাম কৃষ্ণ পাল। চার বছর আগে হারিয়ে গিয়েছিলেন। ভিন রাজ্যে বাংলায় কথা বলতেই তাকে বাংলাদেশি বলে সন্দেহ করা হয়। মধ্যপ্রদেশ প্রশাসন তদন্তের পর কৃষ্ণকে তাঁর পরিজনদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে। দাসপুর থানার পুলিস জানিয়েছে, মধ্যপ্রদেশের এক এনজিও কৃষ্ণর বাড়ির ঠিকানা দিয়ে দাসপুর থানায় জানায়। বর্তমানে কৃষ্ণের দাদা তাপস পাল ভাইকে মধ্যপ্রদেশ থেকে উদ্ধার করে নিজের বাসায় রেখেছেন।

    কৃষ্ণরা তিন ভাই। বড়দা তাপস এবং মেজদা মানস দুজনেই ভিন রাজ্যে সোনার কাজ করেন। ২০২১ সালে কৃষ্ণ দশম শ্রেণিতে পড়তে পড়তেই সোনার কাজ নিয়ে পুণেতে চলে যান। কৃষ্ণের বাবা অশোক পাল জানান, আমরা চেয়েছিলাম মাধ্যমিকটা অন্তত পাস করুক। কিন্ত কৃষ্ণ জেদ ধরে বসলে ওকে প্রতিবেশী এক যুবকের সঙ্গে পুনেতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কিছু দিন কাজ করার পরই কাজ আর মন বসেনি। বাড়ি আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে। যার দোকানে কৃষ্ণ কাজে লেগেছিল, তিনি কৃষ্ণর দাবি মতো কয়েক দিনের মধ্যে বাড়ি পাঠিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পাঠাতে দেরি হচ্ছে দেখে সেই সুযোগেই কৃষ্ণ কাউকে না জানিয়ে দোকান থেকে বেরিয়ে পড়েন। তারপর থেকে কৃষ্ণর আর সন্ধান পাওয়া যায়নি। অশোকবাবু বলেন, মহারাষ্ট্রের পুলিস থেকে শুরু করে সংবাদপত্রে কৃষ্ণ নিখোঁজের বিজ্ঞাপন দিয়েও কোনও আশার আলো পাওয়া যায়নি। 

    পাল পরিবার যখন কৃষ্ণকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিল, তখনই পুলিসের মাধ্যমে খবর পায় কৃষ্ণের খোঁজ মিলেছে। মধ্যপ্রদেশের ভিদিশাতে এক এনজিওর নিরাপদ আশ্রয়ে কৃষ্ণ রয়েছেন। ওই এনজিওর এক কর্মকর্তা দীনেশ শর্মা জানান, আগস্ট মাসের শেষের দিকে কৃষ্ণ মধ্যপ্রদেশের গ্রামে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন। কৃষ্ণ বাংলায় কথা বলায় তাঁকে বাংলাদেশি বলে সন্দেহ করে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞেসাবাদ করে পুলিস যখন সুনিশ্চিত হয় যে, কৃষ্ণ বাংলাদেশি নন, তখনই নিয়ম  মতো এনজিওর তত্ত্বাবধানে কৃষ্ণকে রেখে দেওয়া হয়। তারাই দাসপুর থানাতে ৯ সেপ্টেম্বর খবর দেয়। কৃষ্ণর বড়দা দিল্লিতে সোনার কাজ করেন। তিনি বুধবার কৃষ্ণকে মধ্যপ্রদেশ থেকে তুলে নিয়ে গিয়ে নিজের বাড়িতে রেখেছেন। তাপস জানান, কয়েক দিনের মধ্যেই তিনি কৃষ্ণকে নিয়ে গ্রামের বাড়িতে আসবেন।  

    কৃষ্ণ এতদিন কোথায়, কীভাবে ছিল তার বর্ণনা সঠিক ভাবে দিতে পারেননি। তিনি জানান, ২০২১ সালে একটি ভুল ট্রেনে উঠে মধ্যপ্রদেশের একটি প্রত্যন্ত এলাকায় পৌঁছন। হাতে কোনও টাকাও ছিল না। তাই বাড়ি ফিরতে পারেননি।  খাবারের বিনিময়ে যখন যেখানে পারতেন সেখানেই থাকতেন। এতদিন পরে দাদাকে দেখতে পেয়ে তাঁর খুবই ভালো লাগছে। এদিকে বাড়িতে বাবা-মা কৃষ্ণকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠছেন।
  • Link to this news (বর্তমান)