বারাকপুরে ভাড়াবাড়িতে প্রতারণা চক্র, ধৃত বিহার ও ঝাড়খণ্ডের আট
বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর স্টেডিয়ামের সামনে রয়াল পার্ক এলাকায় দুই বাড়ি ভাড়া নিয়েছিলেন আটজন। তাঁরা নিজেদের ছাত্র বলে পরিচয় দেন। কিন্তু কখনও বাড়ি থেকে বের হতেন না তাঁরা। এমনকী খাবারও আসত বাড়িতে। এতে সন্দেহ হয় প্রতিবেশীদের। সেই সূত্রে খবর পেয়ে বারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানা এবং মোহনপুর থানা যৌথভাবে বুধবার রাতে অভিযান চালিয়ে ওই আটজনকে গ্রেপ্তার করল। ধৃতরা হল, বিহারের জিসান রাজিব, রাঁচির শোয়েব আখতার, ঝাড়খণ্ডের গোলাম মইউদ্দিন, ঝাড়খণ্ডের আফজাল রাজা, বিহারের আমির আলি, ঝাড়খণ্ডের মহম্মদ আরশ, বিহারের আয়ান আলি, ঝাড়খণ্ডের উরজ শরিফ। এদের মধ্যে দু’জন ছাত্র। বাকিরা চাকরি করতে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ডায়েরি থেকে তদন্তকারী অফিসারদের অনুমান, শ’তিনেকের বেশি মানুষকে বিভিন্ন লিঙ্ক ও অ্যাপের মাধ্যমে প্রতারণা করেছে এই চক্র। ধৃতদের কাছ থেকে আটটি ল্যাপটপ, ৩১টি স্মার্টফোন, কুড়িটি এটিএম কার্ড, সাতটি ব্যাঙ্কের পাশবই, একটি ডায়েরি, একটি লকার, ২ লক্ষ ৩৮ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে জানালেন বারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দা প্রধান চারু শর্মা।
তিনি বলেন, বিভিন্ন রকমের অ্যাপ এবং লিঙ্ক মোবাইলে পাঠিয়ে প্রতারণা চালাত ওই চক্র। ওই অ্যাপের মাধ্যমে ‘বাল্ক এসএমএস’ পাঠাতো তারা। যাঁরা যাঁরা প্রতারিত হয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলা হবে। তাঁরা যাঁদের টার্গেট করতেন এবং সফল হতেন, তাঁদের নামের তালিকা ডাইরিতে লিখে রেখেছেন। সেই সংখ্যা কম নয়। এদের মাস্টারমাইন্ড কে, তার খোঁজ করা হচ্ছে। গোটা দেশজুড়ে এই চক্র রয়েছে। ধৃতদের এদিন বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক আটদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের হদিশ করা হবে বলে চারু শর্মা জানিয়েছেন। -নিজস্ব চিত্র