সংবাদদাতা, কল্যাণী: হরিণঘাটা থানার মোল্লাবেলিয়ার যমুনা খালের কাছে বুধবার রাতে একটি জুয়ার ঠেকে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ছ’জনকে গ্ৰেপ্তার করেছে তারা। ধৃতদের নাম শিবু কীর্তনীয়া, অরবিন্দ হালদার, নজরুল মণ্ডল, নিতাই তরফদার, জামের আলি মন্ডল ও দুলাল মজুমদার। তাঁদের বাড়ি হরিণঘাটার বিভিন্ন এলাকায়। ধৃতদের কাছ থেকে বেশ কয়েক হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তারা জানিয়েছে, জুয়ার বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে।